দাম আইফোন ১১-র চেয়ে অনেক কম, শুক্রবার থেকে প্রি-অর্ডার শুরু হবে এসই ২-র, জানাল অ্যাপল
আইফোন ১১ প্রো, আইফোন ১০ আর ও আইফোন ৮-এর সংমিশ্রণে তৈরি হয়েছে আইফোন এসই ২।
(FILES) In this file photo taken on September 7, 2016 the Apple logo is seen on the outside of Bill Graham Civic Auditorium in San Francisco, California. - Apple is warning the US administration that proposed tariffs on Chinese imports would be counterproductive, saying they would hurt the iPhone maker's competitiveness and "tilt the playing field" to non-American rivals. In comments filed this week to the US Trade Representative, Apple said the tariff proposal by President Donald Trump would hurt Apple's ability to compete and also end up reducing the tech giant's contributions to the US economy in taxes and investments.The Apple comments dated June 17, 2019 noted that the company is the largest US corporate taxpayer and also is on track to invest some $350 billion in the country over five years. (Photo by Josh Edelson / AFP)
আইফোন ১১ প্রো, আইফোন ১০ আর ও আইফোন ৮-এর সংমিশ্রণে তৈরি হয়েছে আইফোন এসই ২। এই ফোনে এ ১৩ বায়োনিক প্রসেসর, টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইফোন ৮-এর মতো ডিজাইন, আইফোন ১০ আরের মতো ক্যামেরা থাকছে।
অ্যাপলের নতুন ফোন প্রকাশ্যে আনা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু এখন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জেরে এদিন তেমন কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -