কেরল: কেরলের প্রথম রূপান্তরকামী রেডিও জকি এবং দেশের প্রথম রূপান্তরকামী ভোটপ্রার্থী(পরে মনোনয়ন প্রত্যাহার করে নেন) অনন্যা কুমারী অ্যালেক্সের নিথর দেহ উদ্ধার হল কোচিতে তাঁরই ফ্ল্যাট থেকে। মঙ্গলবার সন্ধ্যেয় তাঁর দেহ উদ্ধার করে কালামাসেরির পুলিশ। ২৮ বছরের অনন্যার দেহ বেডরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। 


পুলিশের দাবি, আত্মহত্যাই করেছেন অনন্যা কুমারী অ্যালেক্সে। পুলিশ সূত্রে বলা হয়েছে, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যাই মনে করা হচ্ছে। যদিও দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই মৃত্যু রহস্যের বিস্তারিত জানতে পারা যাবে। প্রসঙ্গত, গত বছরই sex reassignment surgery-র পরে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যার অভিযোগ করেছিলেন। এমনকী অস্ত্রোপচারের সময় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগও করেছিলেন অনন্যা। 


কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ অনন্যার মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অপারেশন সম্পর্কিত সমস্যাগুলি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। স্বাস্থ্যসেবার ডিরেক্টরকে তদন্ত পরিচালনা করতে বলা হয়েছে। রাজ্যর রূপান্তরকামী সমিতির থেকেও স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে অভিযোগ পাঠানো হয়েছিল।


কেরলের বিধানসভা নির্বাচনে ‘ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টি’র হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন অনন্যা কুমারী অ্যালেক্স। যদিও পরে প্রাণনাশের হুমকি ও কুৎসার মুখে পড়ে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে অনন্যা সেই সময় জানিয়েছিলেন যে, তিনি সরে দাঁড়িয়েছেন কারণ ‘ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টি’তেই যৌন হেনস্থা, লিঙ্গ বৈষম্য ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাঁকে। তিনি এও বলেছিলেন যে, তাঁর দল আরও বেশি প্রচার পেতে খেলতে চাইছিল। সেই কারণেই তাঁকে সামনে রেখে নানা রকম পরিকল্পনাও করছিল বলে দাবি করেন তিনি।


২৮ বছরের অনন্যা কেরলের প্রথম রেডিও জকি ছিলেন। সেই কারণে সে রাজ্যে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। সংবাদ পাঠিকার কাজও করেছেন। অনন্যা কুমারী অ্যালেক্স কোল্লাম পেরুমানের বাসিন্দা। যদিও তিনি ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টির (ডিএসজেপি) হয়ে মালল্লাপুরমে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ নেতা পিকে কুনালিকুট্টির বিরুদ্ধে মনোনয়ন দায়ের করেছিলেন। কিন্তু ডিএসজেপির অভ্যন্তরীণ ইস্যুগুলির পরে প্রচারের শেষ সপ্তাহে তিনি প্রার্থীপদ থেকে সরিয়ে নেন নিজেকে।