কেরল, ওয়েনাড়: ভয়ঙ্কর বিপর্যয়। প্রবল বৃষ্টিতে চতুর্দিক ভেসেছে জলে। এরই মধ্যে আচমকা ভূমিধস। চোখের পলকে যেন নিশ্চিহ্ন হয়ে গেল গোটা গ্রাম। ভোররাতেই এই মর্মান্তিক ঘটনা। শতাধিক লোক চাপা পড়ে থাকতে পারে এই ভূমিধসে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার ভোররাতে মেপ্পাদি, মুন্ডক্কাই টাউন এবং ওয়েনাড় জেলার চুরালমালায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিধসের কারণে ১২ জনের মৃত্যু হয়েছে।এক শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
ভূমিধসে আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল বৃষ্টির সময় রাত ১টার দিকে মুন্ডক্কাই শহরে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। মুন্ডাক্কাইতে সেই সময় যখন উদ্ধার অভিযান চলছিল যখন ভোর ৪টের দিকে চুরাল মালার একটি স্কুলের কাছে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের কারণে স্কুল এবং আশেপাশের বাড়িঘর ও দোকানপাট জল ও কাদায় ভরে যায়। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।
ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযানের জন্য বিমান বাহিনীও পাঠানো হয়েছে ভূমিধসে বিধ্বস্থ এলাকায়। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বায়ুসেনার দুটি হেলিকপ্টার Mi-17 এবং একটি ALH পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ- জাতীয় স্বাস্থ্য মিশন কন্ট্রোল রুম খুলেছে এবং জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর- 9656938689 এবং 8086010833 রাখা হয়েছে।
ইতিমধ্যেই কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, রোগীদের চিকিৎসার জন্য সব হাসপাতালকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, "ওয়েনাদে ভূমিধসের পর, জরুরি স্বাস্থ্য সুবিধার জন্য হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। সরকারি হাসপাতাল সহ সমস্ত বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। সমস্ত স্বাস্থ্য সুবিধা রাতেই সম্পূর্ণরূপে চালু ছিল। স্বাস্থ্যকর্মীদের আরও দল মোতায়েন করা হবে।”
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ওয়েনাদে ভূমিধসের খবরটি পেয়ে উদ্বিগ্ন আমি। এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে আছি। সকলের জন্য আমার প্রার্থনা রইল। যেখানে যেখানে ভূমিধস হয়েছে সেখানে উদ্ধারকাজ চলছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে গোটা ঘটনাটি নিয়ে কথা হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রের তরফে যা যা করা যায় করা হবে রাজ্যের সঙ্গে কথা বলে।
এদিকে এর মধ্যেই কেরলে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানান হয়েছে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী তিন ঘণ্টার মধ্যে কেরলে বিক্ষিপ্ত বজ্রঝড়, বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ওয়েনাদেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।
কেরলে ভূমিধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি বলেন, "ওয়েনাদে মেপ্পাদির কাছে বিশাল ভূমিধস হয়েছে। আমি গভীরভাবে দুঃখিত। যারা আটকা পড়েছে, শীঘ্রই তাদের নিরাপদে উদ্ধার করা হবে। আমি কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। ত্রাণ দেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করতে বলেছি।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে