খড়গপুর (মেদিনীপুর): সাংসদ তহবিলের টাকা আটকে রাখা নিয়ে দিলীপ ঘোষের ট্যুইটের পর এবার মেদিনীপুর, খড়গপুর শহরে পোস্টার। গতকাল রাতে দুই শহরের বিভিন্ন এলাকায় দিলীপ ঘোষের সাংসদ তহবিলের টাকা কীভাবে আটকে রাখা হয়েছে, তার খতিয়ান লেখা পোস্টার, হোর্ডিং দেখা যায়। উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৩৭ লক্ষ টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।
এর আগে মেদিনীপুরের সাংসদ ট্যুইটারে অভিযোগ করেন, উন্নয়ন খাতে তাঁর সাংসদ তহবিলের টাকা আটকে রেখে সুদ আত্মসাৎ করছে রাজ্য সরকার। এবার একই দাবিতে পোস্টার পড়ায় শুরু হয়েছে বিতর্ক। বিজেপির দাবি, জেলাশাসকের সাড়া না মেলায়, পোস্টার দিয়ে টাকা আটকে রাখার বিষয়টি জানতে চাওয়া হয়েছে। তৃণমূলের কটাক্ষ, পুরভোটের আগে এ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে গেরুয়া শিবির।