Russia Ukraine Crisis: যুদ্ধের আবহে উঁকি দিচ্ছে শান্তির ইঙ্গিত। ইউক্রেন-রাশিয়া সরাসরি বৈঠকের পর খুলতে চলেছে নতুন পথ। তবে কি এবার স্থায়ীভাবে যুদ্ধের পথ থেকে সরতে চলেছে মস্কো ? ইউক্রেনের বিদেশমন্ত্রীর বক্তব্যে সামনে আসছে নতুন বার্তা।


Russia-Ukraine Meeting: ২৪ ফেব্রুয়ারি থেকে চলছে ধ্বংসলীলা। দু-এক প্রস্থ আলোচনাতেও মেলেনি সমাধান। ইউক্রেনে সেনা অভিযান জারি রেখেছে রাশিয়া। অবশেষে বৃহস্পতিবার এই প্রথম মুখোমুখি বসলেন দুই দেশের বিদেশমন্ত্রী। তুরস্কের অন্তলিয়ায় ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমত্রো কুলেবার সঙ্গে আলোচনায় বসলেন ক্রেমলিনের প্রতিনিধি সের্গেই লাভরভ। বৈঠক শেষে সাংবাদিকদের ইউক্রেনের বিদেশমন্ত্রী জানান, মানবতার স্বার্থে সমাধানের পথ খুঁজতে রাজি হয়েছে দুই দেশ। যদিও এর মধ্যে কিভে হাম চালিয়ে যাচ্ছে মস্কো। 


Russia Ukraine Crisis: সংবাদ সংস্থা বিবিসির রিপোর্ট বলছে, দুই দেশের বৈঠকের বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছে ইউক্রেন। যেখানে কুলেবা বলেছেন, "আমি ইউক্রেনে ইউক্রেনের নাগরিকদের দুর্ভোগ বন্ধ করতে ও রাশিয়ার দখলদার বাহিনীর হাত থেকে আমাদের অঞ্চলগুলিকে মুক্ত করতে যুদ্ধের অবসান চাই। সেই উদ্দেশ্য নিয়েই সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"


Russia-Ukraine Meeting: এই বলেই অবশ্য থেমে থাকেননি ইউক্রেনের বিদেশমন্ত্রী। মন্ত্রী জানান, রাশিয়ার সঙ্গে মারিউপোলে একটি মানবিক করিডোর ছাড়াও ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। তিনি আশা করেন, ল্যাভরভ মারিউপোল থেকে মানবিক করিডোর কাজ শুরু করতে ক্রেমলিনের কাছে অনুরোধ করবেন। সবথেকে বড় বিষয়, রাশিয়া না চাইলে যুদ্ধ বন্ধ করা যাবে না।


এদিকে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) নিজে থেকেই সমঝোতা করতে এগিয়ে আসবেন বলে আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। এর আগে ন্যাটোয় (NATO) যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছিলেন জেলেনস্কি। তখনই বরফ গলার ইঙ্গিত পেয়েছিলেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। জেলেনস্কি পুতিনের সঙ্গে সমঝোতার কথা বলায় সেই জল্পনা আরও জোর পেয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধে ইতি টানা এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগে কেবল প্রতিশ্রুতির চুক্তিপত্রে সই করবে ইউক্রেন।