কলকাতা: তারকাখচিত ২৭ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ। হাজির রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। এছাড়াও টলিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন মঞ্চে। অনুষ্ঠানের আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রাজ চক্রবর্তী। মঞ্চে বক্তব্য রাখেন টলিউডের অন্যতম জনপ্রিয় মুখেরা। 


চলচ্চিত্র উৎসবে প্রসেনজিৎ


আজ ২৭ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বক্তব্য রাখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানানোর পর টলিউডের ইন্ডাস্ট্রি বলেন, 'যাঁরা ছবিকে ভালোবাসেন, ছবি দেখতে চান তাঁদের গত ২ বছর ভীষণ মনখারাপে কেটেছে। একটি বিশেষ কারণে এই অনুষ্ঠান বন্ধ ছিল তা আমরা সবাই জানি। কলকাতা ও অন্যান্য জায়গার মানুষ যেমন কলকাতার অন্যান্য উৎসবগুলির জন্য অপেক্ষা করে থাকেন, তেমনই সিনেপ্রেমীরা অপেক্ষা করেন কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। আমি ও ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি।' গোটা কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টিমকে ধন্যবাদ দানান প্রসেনজিৎ। সেইসঙ্গে কামনা করেন অনুষ্ঠান ভালো করে চলার জন্য। সত্যজিৎ রায়ের উদ্দেশে এই অনুষ্ঠান উৎসর্গ একথাও ফের একবার উল্লেখ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে ধন্যবাদ জানান প্রসেনজিৎ। 


আরও পড়ুন: Fatafati: ক্যামেরার সামনে আবির-ঋতাভরী জুটি, শ্যুটিং শুরু 'ফাটাফাটি'-র


আজ থেকে শুরু হল ২৭ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২। ১ মে পর্যন্ত চলবে এই উৎসব। রবিবার সন্ধে ৬টায় রবীন্দ্রসদনে হবে উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। আজ নজরুল মঞ্চে উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানের। আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মাল্য। এছাড়াও ছিলেন রাজ চক্রবর্তী। মঞ্চে বক্তব্য রাখেন ছবির জগতের বিভিন্ন কিংবদন্তিরা। 


আজ এই মঞে বাংলার সিনেমা শিল্পের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, 'সিনেমা শিল্প ঘিরে অর্থনীতি তৈরি হয়। বাংলার অর্থনীতিতে অবদান রয়েছে এই শিল্পক্ষেত্রের।' তিনি আরও বলেন যে বাংলায় প্রচুর প্রতিভা রয়েছে। রাজ্যে প্রতিভার কোনও কমতি নেই। বাংলায় প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। পাহাড়, সমুদ্র, জঙ্গল-সব রয়েছে। বাংলায় সিনেমা শিল্পের উন্নতির বহু সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, 'বাংলার চলচিত্র বিশ্বের মধ্যে সেরা।'