কলকাতা: এবার মোদি (Narendra Modi) সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। পাটশিল্পে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরুদ্ধে সরব ব্যারাকপুরের বিজেপি সাংসদ (BJP MP)। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি অর্জুন সিংহর।


সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অর্জুন সিংহ: পাটশিল্প নিয়ে নিজের দলের সরকারের বিরুদ্ধেই এবার সরব অর্জুন সিংহ। ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলন, “পাটের দামের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সিদ্ধান্ত পাটশিল্পের পরিপন্থী। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী বলছেন পাটের পরিবর্তে প্লাস্টিক কিনে নেব। ১৪টি জুটমিল বন্ধ হয়েছে, আরও ১০টি বন্ধ হবে। বাংলায় পাটশিল্পের সঙ্গে ২ কোটি মানুষ যুক্ত। আমি বাংলার পাটশিল্পের ধ্বংস দেখতে পারব না। প্রধানমন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি।’’ বিজেপির অস্বস্তি বাড়িয়ে অর্জুন বলেন, “কেন্দ্র পদক্ষেপ না করলে রাস্তায় নেমে প্রতিবাদ করব। দল কী বলল তাতে আমার কিছু আসে যায় না মুখ্যমন্ত্রীর কাছেও হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। ’’ “যারা ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছে, তাদের কথা না বললে সাংসদ থেকে কী লাভ?’’ মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর।


 





অর্জুন সিংহ জানান, "ফেব্রুয়ারি মাসে সব ইউনিয়নকে চিঠি দিয়েছিলাম কেন্দ্রীয় সরকারকে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছি। লোকসভাতেও বলেছি। কিন্তু সব সীমা অতিক্রম করে যাচ্ছে। একাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। পীযূষ গোয়েল বলছেন প্লাস্টিক কিনে নেব। কিন্তু পাট বাংলার মেরুদণ্ড। আড়াই লক্ষ শ্রমিক, ৪০ লক্ষ কৃষক কাজ করে। যোগ করলে দেখা যাবে, ২ কোটি মানুষের উপর এর প্রভাব পড়বে। রাজনীতির ছেড়ে দিচ্ছি। কিন্তু মানুষের দিকে তাকিয়ে এটা করতেই হবে।৪ দিন আগে আবার চিঠি দিয়েছি। হয় আপনি এটা ঠিক করুন, না হলে আন্দোলনে নামতে হবে। এটা শ্রমিক, কৃষকদের বাঁচানোর লড়াই।'' 


আরও পড়ুন: Mamata Banerjee: বাংলা সিনেমা বিশ্বের সেরা, সিনেশিল্পে বিনিয়োগের ডাক মুখ্যমন্ত্রীর