Singer KK Death Live Updates: শেষকৃত্যের সময়সূচি দেওয়া হল কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে

KK death live updates: কলকাতায় গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Jun 2022 12:46 AM

প্রেক্ষাপট

কলকাতা: প্রয়াত গায়ক কে কে। নজরুল মঞ্চে উল্টোডাঙার (Ultadanga) গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (Krishnakumar Kunnath)। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান...More

Singer KK Death: কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের পোস্ট দেখে চোখে জল অনুরাগীদের

মুম্বই পৌঁছনোর পরই কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেষকৃত্যের সময়সূচী দেওয়া হয়। তাতে লেখা রয়েছে। 'আগামীকাল অর্থাৎ ২রা জুন বৃহস্পতিবার পার্ক প্লাজা, ভারাসোভা, আন্ধেরিতে কে কে-কে শেষশ্রদ্ধা জানান যাবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অন্তিম যাত্রা সম্পন্ন হবে দুপুর একটায়।' পোস্ট করে আরও লেখা হয়েছে ''কে কে, কৃষ্ণকুমার কুন্নথ তুমি আমাদের ভালোবাসায় থাকবে চিরকাল। তোমাকে আমরা অত্যন্ত মিস করব।''