কলকাতা: আইপিএলের ইতিহাসে সব থেকে মূল্যবান বিদেশি খেলোয়াড় প্যাট কামিন্সকে তাঁর ২০১৫-র কলকাতা নাইট রাইডার্স জার্সি উপহার দিয়ে ভারতে স্বাগত জানালেন এক অনুরাগী। কামিন্স জানিয়েছেন, তাঁর দল কলকাতা নাইট রাইডার্স ওরফে কেকেআর-কে তিনি তৃতীয় আইপিএল খেতাব উপহার দিতে আগ্রহী।


বিশ্বের ১ নম্বর অস্ট্রেলীয় পেসারকে ১৫.৫ কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর।  আইপিএলে এত দাম এর আগে আর কোনও বিদেশি খেলোয়াড় পাননি। ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলতে এ দেশে এসেছেন কামিন্স, ওয়াংখেড়েতে আজকের ম্যাচেও ২ উইকেট পেয়েছেন তিনি।

এর আগে ২০১৪ ও ২০১৫-য় কেকেআর-এর হয়ে খেলেছেন কামিন্স। কলকাতার দলটি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে, কামিন্স ওই উপহারের কথা বলছেন, জানাচ্ছেন, তা অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে দিয়েছে।


কামিন্স বলেছেন, ইডেন গার্ডেনসের অনেক অসাধারণ মুহূর্ত তাঁর স্মৃতিতে রয়েছে। মনে আছে, ছোটবেলায় দেখতেন, সেখানে প্রচুর ক্রিকেট ম্যাচ হচ্ছে, লাখখানেক ভারতীয় অনুরাগী উত্তেজনায় ফুটছেন। ২০১৪, ২০১৫-র দলে তিনি ছিলেন, ২০১৪-র খেতাব জিতেছিলেন, মনে আছে, একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা, স্টেডিয়াম তখন পুরোপুরি ভর্তি। শুধু আমাদের  স্বাগত জানাতে অত লোক এসেছিলেন। তিনি জানিয়েছেন, তাঁর দারুণ লেগেছিল। এই সিজনেও এমন আরও অনেক মুহূর্ত সৃষ্টি করতে চান।

জার্সির লোগো দেখিয়ে তিনি বলেছেন, লোগোয় দুটি তারা রয়েছে, আমরা দুবার আইপিএল জিতেছি। এই সিজনে আশা করি, আরও একটা তারা যোগ হবে এতে।