ঔরঙ্গাবাদের দাভালির স্কুলটির সামনে রাস্তার কাজ গত মাস থেকে বন্ধ রয়েছে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কাজ শেষ না করেই জিনিসপত্র গুটিয়ে চলে গিয়েছেন। অসমাপ্ত পড়ে রয়েছে শেষ ১ কিলোমিটার রাস্তা। রাস্তায় বাস না চলায় ছাত্রছাত্রীদের অন্তত ১০ কিলোমিটার হেঁটে স্কুল পৌঁছতে হয়। ১০ তারিখ থেকে চলার পথ সুগম করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তারা। ১ কিলোমিটার রাস্তা থেকে খুঁটে খুঁটে পাথর তুলেছে। ফলে এখন ওই রাস্তায় শুরু হয়েছে বাস চলা।
মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ১৮ কিলোমিটার লম্বা এই ধামানগাঁও-রাজুর রোড নির্মাণের জন্য গত বছর অর্থ বরাদ্দ হয় কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি। পড়ুয়াদের এগিয়ে আসার পর এবার অবশ্য সংশ্লিষ্ট ঠিকাদার জানিয়েছেন, রাস্তায় অ্যাসফল্ট বসানো মার্চের মধ্যে শেষ হয়ে যাবে।