কলকাতা: পুজো মানেই ভিড় ঠেলে ঠাকুর দেখা। সবাই মিলে দেদার আড্ডা, জমিয়ে খাওয়া-দাওয়া।



এই প্রেক্ষাপটে এবার করোনা আবহে পুজোর সময় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ বা ফুটপাথের স্টল থেকে স্বাস্থ্যকর খাবার দেওয়া হচ্ছে কি না, সেদিকে কড়া নজর দিচ্ছে কলকাতা পুরসভা। ১৯ থেকে ৩০ অক্টোবর কলকাতার বিভিন্ন জায়গায় নজরদারি চালাবে পুরসভার ৯টি দল। কোথাও বাসি, অস্বাস্থ্যকর খাবার দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতা পুরসভা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স সদস্য অতীন ঘোষ বলেন, এবছর খাবার মজুত করার একটা প্রবণতা দেখা যাবে। কারণ কোনওদিন হয়তো লোক হবে, কোনওদিন হয়তো লোক হবে না। কিন্তু, কুকড ফুড বা হাফ কুকড ফুড, কেউ মজুত করে পরের দিন চালানোর চেষ্টা করলেই কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। শুধু দুর্গাপুজোর সময় নয়, দীপাবলি-কালীপুজোর সময়ও ৫ দিন ধরে এই অভিযান চলবে।

ফুটের দোকান থেকে শপিং মল। পুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার ভিড়। এদিকে, যেভাবে সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ছে কোভিড নাইন্টিন, তাতে রীতিমতো বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে পুরসভার তরফে জানানো হয়েছে, বিভিন্ন মার্কেট প্লেসে সচেতনতামূলক প্রচার চালানো হবে। দূরত্ব বিধি মেনে চলার আবেদনের পাশাপাশি বিলি করা হবে মাস্ক।