কলকাতা: শহরের গাছগুলির ডাল ছাঁটাইয়ের কাজ শুরু করল কলকাতা পুরসভা। পাশাপাশি করা হবে পূর্ণবয়স্ক গাছগুলির স্বাস্থ্যপরীক্ষা। পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার এ কথা জানিয়েছেন।
আমফান ঘূর্ণিঝড়ে তছনছ হয়েছিল কলকাতা। ধ্বংস হয়ে যায় হাজার হাজার গাছ। ক্ষতিগ্রস্ত হয় শহরের সবুজ। ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে সামলেও যে গাছগুলি রয়েছে, সেগুলি কীভাবে দাঁড়িয়ে আছে খতিয়ে দেখতে এবার সেই সব গাছের স্বাস্থ্য পরীক্ষা শুরু করল কলকাতা পুরসভা। প্রতিবার পুজোর আগে শহরের গাছগুলির ডাল ছাঁটার কাজ করে পুরসভা। কিন্তু এবার শুধু ছাঁটাই নয়, পাশাপশি করা হবে গাছের স্বাস্থ্য পরীক্ষাও।
পুজোর আগে পুরসভার কাছে বারবার গাছ ডাল ছাঁটাইয়ের আবেদন করে বহু পুজো কমিটি। কিন্তু এ বছর করোনা আবহে সে সব আবেদন আসেনি। তবুও কাজ শুরু করেছে পুরসভা। করোনা পরিস্থিতিতে গাছ ডাল ছাঁটাইয়ের জন্য এবছরে লোকও কম পাওয়া গেছে বলে পুরসভা সূত্রে খবর। দেবাশিস কুমার জানিয়েছেন, বড় গাছের ডাল ছাঁটলে গাছের স্বাস্থ্য ভালো থাকে। গাছের স্বাস্থ্য পরীক্ষা করে তাঁরা দেখবেন, গাছ গুলিকে কীভাবে বাঁচানো যায়।
শহরের সব পূর্ণবয়স্ক গাছের স্বাস্থ্যপরীক্ষা করতে চলেছে কলকাতা পুরসভা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Oct 2020 01:30 PM (IST)
পুজোর আগে পুরসভার কাছে বারবার গাছ ডাল ছাঁটাইয়ের আবেদন করে বহু পুজো কমিটি। কিন্তু এ বছর করোনা আবহে সে সব আবেদন আসেনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -