পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, কলকাতা:  কলকাতা মেডিক্যাল কলেজের কার্নিশে করোনা-রোগী।গ্রিন বিল্ডিংয়ের চারতলার কার্নিশে দেখা যায় এক  করোনা রোগীকে।ভোররাতে হাসপাতালের জানলা গলে পালানোর চেষ্টা করেন তিনি। প্রায় দেড় ঘণ্টা কার্নিশেই ছিলে ওই রোগী। এই ঘটনায় হাসপাতালে হুলুস্থূল পড়ে যায়। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধার করে ওই রোগীকে। পিপিই কিট পরে এসে রোগীকে উদ্ধার করা হল ।ওই বিল্ডিংয়ের নিচ থেকে লোকজন কার্ণিশে একজনকে দেখতে পেয়ে হতচকিত হয়ে পড়েন। তাঁরা জানান যে, কার্নিশ থেকে পা ঝুলিয়ে বসেছিল সে। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। সবাই মিলে তাঁকে বসে থাকতে বলেন। শেষপর্যন্ত দলকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ওই রোগীকে উদ্ধার করে। তাঁকে ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 


আজ ভোরে ঘড়িতে তখন পাঁচটা।ঘুম থেকেই উঠেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দারা। গ্রিন বিল্ডিংয়ের কার্নিশে বসে রয়েছেন কেউ একজন। নিজের পরনের জামা খুলে নিচে ফেলে দিচ্ছেলেন তিনি।


কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিংয়েই রয়েছে করোনা ওয়ার্ড। হাসপাতাল কর্মীরা খবর নিয়ে জানতে পারেন, কার্নিশে যিনি বসে রয়েছেন তিনি আর কেউ নন, করোনা আক্রান্ত রোগী! এরপরই হুলুস্থুল পড়ে যায়। খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। 


বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা পিপিই কিট পড়ে কার্নিশে নামেন। করোনা রোগীকে উদ্ধার করে ওয়ার্ডে ফেরানো হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধে থেকে বারবার বাড়ি যাওয়ার জন্য বায়না করছিলেন ওই করোনা রোগী। প্রাথমিক অনুমান, হাসপাতাল থেকে পালানোর জন্য কোনও জানালার ফোকর দিয়ে কার্নিশে পৌঁছে যান তিনি। 


কিন্তু, হাসপাতালে ভর্তি করোনা রোগী কীভাবে সবার নজর এড়িয়ে কার্নিশে পৌঁছলেন? কোন পথ দিয়ে কার্নিশে গেলেন তিনি?


উঠে আসছে নানা প্রশ্ন। এবিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার কথা শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে।