কলকাতা: যে দিনটা হওয়ার কথা ছিল স্বপ্নপূরণের, আনন্দের, সেই দিনটাই বদলে গেল বিশৃঙ্খলায় (Kolkata Messi Event vandalism,)। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে দেখার জন্য কাতারে কাতারে দর্শক ভিড় জমিয়েছিলেন। তবে প্রিয় ফুটবলারকে দেখতেই পেলেন না সিংহভাগ সমর্থকরা। তাতেই ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। স্টেডিয়াম থেকে উড়ে এল শ'য়ে শ'য়ে জলের বোতল। মাঠ ময় ভাঙা চেয়ার। মেসি-বরণের দিনেই যুবভারতীতে 'লজ্জার দৃশ্য'। তাণ্ডব সামলাতে নাজেহাল হত হল পুলিশ-RAF-কে। 

Continues below advertisement

মেসিকে স্বাগত জানাতে বহুদিন ধরে চলছিল প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর সম্বর্ধনা, শাহরুখ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগমন, মেসি সাক্ষাৎ ঘিরে যুবভারতীতে চাঁদের হাট বসেছিল। তবে সেই আনন্দের মুহূর্ত বদলে গেল অরাজকতায়। লন্ডভন্ড সব। রণক্ষেত্র যুবভারতী ক্রীড়াঙ্গন। গোটা ঘটনার দায় আয়োজকদেরই নিতে হবে, স্পষ্ট জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose), প্রশ্ন তুললেন সরকারের ভূমিকা নিয়েও।

তিনি সাংবাদিকদের বলেন, 'ফুটবল আইকন মেসিকে উদ্যোক্তরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করেছেন। কয়েকজনের ব্যক্তিগত লাভের জন্য ফুটবলকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়েছে। এর দায় কে নেবে? উদ্যোক্তাদেরই এর জন্য হাত তুলতে হবে। আর পুলিশই বা কোথায় ছিল? গতকালই সাধারণ মানুষের অনেকে আমায় ফোন করেছিল, বিভিন্ন তথ্য পাচ্ছিলাম, তার থেকেই আঁচ পেয়েছিলাম কিছু ঘটতে পারে। রাজ্য সরকারকে সেইজন্য়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যও বলেছিলাম। তবে কোনও ব্যবস্থাই করা হয়নি। এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের হওয়া উচিত।

Continues below advertisement

এই ঘটনায় মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। মমতা এক্স পোস্টে লেখেন, 'সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত। হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী। ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করছি। কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে থাকবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার পথও খুঁজবে কমিটি'।

যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, সরব শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং ক্রীড়া ও দমকলমন্ত্রীর গ্রেফতারি দাবি শুভেন্দুর অধিকারীর। 'এই ঘটনায় তদন্ত চলছে', গোটা বিষয়ে মন্তব্য করতে নারাজ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।