কলকাতা : কেউ থাকেন ভাড়া বাড়িতে, কেউ আবার চেয়েছিলেন বিলাসবহুল হোক মাথার ছাদটি। সকলেই স্বপ্ন দেখেছিলেন নিজেদের মতো করে নিজেদের আস্তানাটিকে সাজিয়ে নেওয়ার। কিন্তু ১০ বছরেরও বেশি অতিক্রান্ত। কোটি টাকা বিনিয়োগ করেও আজও স্বপ্ন পূরণ তো দূর, তা পরিণত হয়েছে দুঃস্বপ্নে ! ফ্ল্যাট তো পাননি, বরং জানতে পারেন যে প্রজেক্টে এত বিনিয়োগ করেছেন, তার কাজ সেভাবে কিছু এগোয়নি। এখন তা আইনি জটিলতায়, বিশ বাঁও জলে। এসবই অভিযোগ।
সূত্রের খবর, ২০১৭ সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। সেখানে সওয়াল জবাবে একাধিক বিষয় প্রকাশ্যেও আসে। তবে পরবর্তীতে সে মামলা চলে যায় National Company Law Tribunal-এর কাছে। সেখানেই সোমবার এই মামলার শুনানি রয়েছে। ১১ নভেম্বর দুপুর আড়াইটে নাগাদ শুনানির জন্য লিস্টেড বিষয়টি। তালিকায় Avani Aspire Home Buyer (Home Buyer of Avani Aspire Project) হিসেবে লিস্টেড রয়েছে।
বাড়ি কিনেছেন কিন্তু এখনও পাননি বলে যাঁরা দাবি করেছেন, তাঁদের কয়েকজন হলেন কৃতেশ চোপড়া, সুবীর দাস, দিলীপ কুমার সোমানি প্রমুখ। একটি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে তাঁদের অভিযোগ। ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনালে বিষয়টির মিটমাট হবে, তাঁরা ফ্ল্যাট পাবেন - এই আশায় তাঁরা তাকিয়ে রয়েছেন সোমবারের শুনানির দিকে। এক গ্রাহক দাবি করেন, “প্রথমে হাইকোর্টে মামলা হয়। বর্তমানে NCLT-এর কাছে এই মামলা রয়েছে। সম্প্রতি আইনে কিছু পরিবর্তন হয়েছে সেই মোতাবেক ক্রেতারা নিজেরাই ডেভেলপার দিয়ে ওই প্রজেক্টটি শেষ করতে পারবে। আইন অনুযায়ী এমন বেশ কিছু ঘটনা দেশের নানা প্রান্তে হয়েছে। তাই আশা করছি NCLT আমাদের এই আবেদনটি ভেবে দেখে কিছু ইতিবাচক রায় দেবে।”
এই বিষয়ে নির্মাতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া গেলে তা যোগ করা হবে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে