সন্দীপ সরকার, কলকাতা : এবার এনআরএসে ডোম নিয়োগের(অস্থায়ী) বিজ্ঞপ্তি জারি। ৬টি পদের জন্য আবেদন জমা পড়ল প্রায় ৮ হাজার। আবেদনকারীদের মধ্যে ২ হাজারেরও বেশি স্নাতক। আছেন ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর ডিগ্রিধারী। এছাড়াও ডোম হতে চেয়ে আবেদন করেছেন ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী। ৭৮৪ জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। তাঁদের মধ্যে ৮৪ জন মহিলা রয়েছেন।


কোভিডের দাপট এখনও অব্যাহত। গত দেড়-দুই বছর ধরে বহু সংখ্যাক মানুষ করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে মারা গেছেন। অনেকে করোনা সন্দেহে ভর্তি থেকেছেন। কোভিড রিপোর্ট আসার আগে মৃত্যু হয়েছে। ফলে, শ্মশানঘাটে মৃতদেহের লম্বা লাইন দেখা গেছে। মৃতদেহ ওয়ার্ড থেকে বের করে শববাহী গাড়িতে পৌঁছে দেওয়া, সেখান থেকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া-এইসব কাজের জন্য রয়েছেন ডোমরা। কিন্তু, এই ডোমদের সংখ্যার একটা ঘাটতি দেখা যায় বছর দেড়েক ধরেই। 


এর পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, হাসপাতালে হাসপাতালে ডোমের সংখ্যা বাড়ানো হবে।  আরও বেশি করে ডোম নিয়োগ করা হবে। যাঁরা বিভিন্ন হাসপাতালে চুক্তির ভিত্তিতে কাজ করতে চান, সেখানে চুক্তির ভিত্তিতে নিয়োগ হয়েছে। কোথাও হাসপাতালগুলি সরাসরি নিয়োগ করেছে। কোন হাসপাতাল কতজন ডোম নিতে পারবে তার নির্দেশ দিয়ে দিয়েছিল স্বাস্থ্য দফতর। গত কয়েক মাস ধরে সরকারি হাসপাতালগুলিতে ডোম নিয়োগ অনেকটা বেড়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্র ডোম নিয়োগ করা হয়েছে।


এবার এনআরএসে অস্থায়ীভাবে ছয় জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু, ৬টি পদের জন্য আট হাজারের বেশি আবেদন জমে পড়ায় চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের। তা ছাড়া এই পদে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইট পাশ। আবেদনকারী ডোম সম্প্রদায়ভুক্ত হলে বা মর্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। কিন্তু, সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটি তা হল, এই পদে আবেদনকারীদের মধ্যে ২ হাজার ২০০ জন রয়েছেন স্নাতক ডিগ্রিধারী। স্নাতকোত্তর ডিগ্রিধারী আবেদনকারীর সংখ্যা ৫০০-র কাছাকাছি।