ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: দেখে মনে হতে পারে নতুন আর্ট গ্যালারি বা আর্ট মিউজিয়ামে এসেছেন।  কিন্তু আদতে তা নয়।  শতাব্দী  প্রাচীন উত্তর কলকাতা  বটতলা থানা সেজে উঠেছে নতুন রূপে। থানায় আসতে অনেকের মনেই আতঙ্ক কাজ করে। সেই ভয় কাটাতেই বটতলা  থানার নয়া উদ্যোগ  কলকাতা আর্ট কলেজের  ছাত্রদের নিয়ে এক অভিনব রূপে রঙিন তুলির টানে  সেজে উঠেছে বটতলা থানা।


বটতলা থানার ঢুকতেই পাঁচিলের দেওয়ালে পুরোনো কলকাতার আসল রূপ তুলির ছোঁয়াতে অভূতপূর্ব  সৌন্দর্য পরিস্ফুট হয়েছে। থানার দেওয়ালে  কোথাও ফুটে উঠেছে একশো বছর আগে কলকাতা কেমন ছিল সেই ছবি। কোথাও পুরনো উত্তর  কলকাতা, শোভাবাজার বা গঙ্গার ঘাটে নৌকার ছবি তুলে ধরা হয়েছে। থানায় ঢুকতে সেন্ট্রি যেখানে দাঁড়ান সেখানে স্বাধীনতার আগে ইস্ট ইন্ডিয়া  কোম্পানি আমলে কেমন ছিল পুলিশের উর্দি , স্বাধীনতার  পর কেমন হলো পুলিশের উর্দি। আর বর্তমানে কেমন পুলিশের উর্দি সেরেস্তা লকআপে আসামি ঘরের বাইরে দেওয়ালে দিকে পুরোনো কলকাতা  ছবি আঁকা  হয়েছে। লকআপের পাশের দেওয়ালে বিরাট বটগাছের ছবি। কোথাও পালকির ছবি আবার কোথাও  চড়ক  মেলার ছবিও দেওয়ালে  চমক  বাড়িয়েছে। কেন নাম হলো বটতলা থানা তার ইতিহাস ও তুলির টানে ফুটিয়ে  তোলা হয়েছে। থানার অফিসারদের রুমের দেওয়ালে পুরোনো হাওড়া  স্টেশনের  ছবি ফুটে উঠেছে। হাতে টানা রিক্সা , মিনার্ভা থিয়েটার, হলুদ ট্যাক্সি পুরোনো কলকাতার একটুকরো অংশ থানার বাইরে দেওয়ালে পাঁচিলে পরিস্ফুটিত  হয়েছে রঙ- তুলির টানে।  থানার বাইরে পুরোনো দিনের স্টাইলে  বাতিস্তম্ভ  স্থাপন  করা হয়েছে।




সৌরভ  ভট্টাচাৰ্য  সহ আর্ট কলেজের তিন ছাত্র মিলে দীর্ঘ দিনের প্রয়াসে এই থানার ইট কাঠ পাথরের দেওয়ালকে  আর্ট গ্যালারিতে রূপান্তরিত  করেছে | আর্ট কলেজের  ছাত্র সৌরভ বলেন , " দীর্ঘ কয়েক মাস ধরে এই কাজ শেষ করেছি। যথেষ্ট  সময় সাপেক্ষ। কোনো কাল্পনিক ভাবনা নয়, একদম পুরোনো দিনের এক টুকরো কলকাতাকে বটতলা  থানার দেওয়ালে ফুটিয়ে তোলাই আমাদের লক্ষ্য ছিল।  শতাব্দী  প্রাচীন কলকাতার তখনকার ছবি দেখে আমরা থানার দেওয়ালে তাকেই রং তুলির টানে প্রতিস্থাপন  করার চেষ্টা করেছি ।" সব মিলে বলা যায় বটতলা থানায় যেতে এখন মনে হবে, কোনও আর্ট মিউজিয়ামে  এসেছেন।  চোখ জুড়ানো ছবিতে দিন রাতের দীর্ঘক্ষণের থানার ক্লান্তি অনেকটাই ঢাকা পড়েছে। চোখ জুড়ানো তুলির টানে আসামিদের মন মানসিকতা আদৌ কতটা বদলানো যায় কি না, তা সময়ই  উত্তর দেবে।