কলকাতা: পুরভোটের (Kolkata Municipality Vote) মুখে কলকাতায় (Kolkata) উদ্ধার ১ কোটি টাকা। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানা (Park Street Police Station) এলাকায় নগদ ১ কোটি টাকা-সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তি। কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফের (STF) হাতে গ্রেফতার হয়েছে ওই অভিযুক্ত। পুরভোটের (Kolkata Municipality Vote) আগে কোথা থেকে আসছিল টাকা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? হাওয়ালা যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। অন্যদিকে লেকটাউনে (Laketown) গাঁজা-সহ গ্রেফতার ২ জন। যশোর রোডে নাকা তল্লাশিতে উদ্ধার করা হয়েছে ১০ কেজি গাঁজা। আটক একটি গাড়িও।
পাশাপাশি আজই বেআইনি অর্থলগ্নি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে ধৃত তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়ের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। অন্যদিকে, গ্রেফতারির পর ৩ দিন পেরোলেও পুরসভায় নতুন প্রশাসক না নিয়োগ হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অন্যদিকে, অনুপ্রবেশ, জাল নথি তৈরির অভিযোগে পুরভোটের আগে আনন্দপুর থেকে গ্রেফতার করা হয়েছে ১৭ জন বাংলাদেশিকে। যে ফ্ল্যাটে তাঁরা ভাড়া ছিলেন, সেই বাড়িওয়ালাকে আজ আনন্দপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূল অভিযুক্ত মাফুজুর রহমানকে উত্তরপ্রদেশে ট্রানজিট রিমান্ডে নিয়ে গেছে লখনউ এটিএস। পুলিশ সূত্রে খবর, ওই ১৭ জন নিজেদের মধ্যে যোগাযোগ রাখত ‘অনলি ব্রো’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। কাউকে বিদেশে পাচারের আগে ভুয়ো নামে সই করা ও হিন্দি বলতে শেখানো হত। কয়েকজন পাকিস্তানির সঙ্গেও মাফুজুরের যোগাযোগ ছিল বলে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে দাবি।
এদিন, রেল লাইন অবরোধ করে বিক্ষোভ বেলডাঙায় (beldanga)। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বেলডাঙার পাঁচরাহা এলাকায় ১১১ নম্বর রেলগেটের (rail gate) ট্রেন (train) অবরোধ করে রাখেন বেগুনবাড়ি অঞ্চলের বাসিন্দাদের একাংশ। স্থানীয় সূত্রে জানা যায়, বেগুনবাড়ি গ্রামের এক যুবক নাজিমুদ্দিন সেখ কলকাতা থেকে বাড়ি ফেরার পথে দেবগ্রামের স্টেশনের কাছে রেল লাইনে তাঁর দেহ উদ্ধার হয়। রহস্যজনক মৃত্যুতে (Mysterious death) ক্ষোভে ফেটে পরেন মৃতের পাড়া প্রতিবেশী আত্মীয়রা। উপযুক্ত তদন্তের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে রেল পুলিশ, বেলডাঙা থানার পুলিশ এসে অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলেন। দু পক্ষের মধ্যে তুমুল বচসা, ধস্তাধস্তি হয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অবরোধের জেরে রেল লাইনে আটকে থাকে প্যাসেঞ্জার ট্রেন। পড়ে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
গতকাল রাজ্যের অন্যত্র একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ক্রিকেট (Cricket) খেলতে গিয়ে মৃত্যু হল স্কুল শিক্ষকের (School Teacher)। অত্যন্ত দুঃখজনক এই ঘটনা ঘটেছে ভাঙড়ের পোলেরহাট হাইস্কুলে (Bhangore Polerhat High School)। মৃত (Death)শিক্ষকের নাম অভিজিৎ মণ্ডল। তিনি ইংরেজি বিষয়ের (English Subject) শিক্ষক ছিলেন। সোমবার (Monday) দুপুর ২টো নাগাদ স্কুলের টিফিনের সময় সহ শিক্ষকদের সঙ্গে স্কুল গ্রাউণ্ডের মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে তাঁর মৃত্যু হয়।