কলকাতা: বৃষ্টিতে স্বস্তি মিললেও, বিপত্তি এড়ানো গেল না বজ্রাঘাতে মৃত্যু হল খাস কলকাতাতেই। কলকাতায় বাজ পড়ে মৃত হল ২ জনের। সূত্রের খবর ধাপার মাঠে বাজ পড়ে মৃত্যু ২ মহিলার ।  স্বস্তির বৃষ্টি এলেও বেঘোরে প্রাণ গেল দুই মহিলার। দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বহুদিন ধরেই তাপপ্রবাহে পুড়ছিল দক্ষিণবঙ্গ। উত্তরে স্বস্তির খবর মিলেছিল আজই। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকেছে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে বলেও খবর ছিল।                 

  


রবি সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। তার আগে, দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। শনিবার বৃষ্টি বাড়বে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। 


তবে যদিও আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এমনকী, উত্তরের মালদা, ও ২ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। শিলিগুড়ি বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। বাকি জেলাগুলোতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। তবে সপ্তাহ ফুরানোর আগেই এল স্বস্তির বৃষ্টি। 


কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া চলবে বলে জানানো হয়েছিল শনিবার পর্যন্ত। আগামী শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।                                                                  


৩ দিনের মধ্য়ে উত্তরবঙ্গে প্রবেশ করছে বর্ষা। ইতিমধ্য়েই রাজ্যে শুরু হয়ে গেছে প্রাক বর্ষার বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আজ। তবে এখনই তাপপ্রবাহ থেকে নিস্তার নেই। আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ।