ঝিলম করঞ্জাই, কলকাতা: পুরভোটে (Kolkata Municipality Corporation) প্রার্থী স্ত্রী। তাঁকে জেতানোর আবেদন জানিয়ে নির্বাচনী প্রচারে (Vote Campaigning) সামিল স্বামী। গাড়ির সামনে বসে মাইকে আওয়াজ তুললেন। স্বামীর প্রচার তৎপরতার মধ্যে হাসিমুখে জনসংযোগ সারলেন স্ত্রী। কলকাতা পুরভোটের আগে শেষ রবিবার এই ছবি ধরা পড়ল ৮৭ নম্বর ওয়ার্ডে।


এ যেন ভোটের ময়দানে মিক্সড ডাবলস্ জুটি! ভোটে লড়ছেন স্ত্রী। আর তাঁকে জেতাতে নির্বাচনী ময়দানে হাজির স্বামীও! ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। তার আগে শেষ রবিবার এই দৃশ্য দেখা গেল শহরের ৮৭ নম্বর ওয়ার্ডে। 


এই ওয়ার্ডে তৃণমূল এবার প্রার্থী করেছে মনীষা বসুকে (Manisha Basu)। সপ্তাহ শেষে ছুটির দিনে কম সময়ে অনেকের কাছে পৌঁছতে হুডখোলা জিপে সওয়ার প্রার্থী। পাশে তাঁর হয়ে প্রচারে রাসবিহারীর বিধায়ক এবং ৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। 


জিপের সামনে চালকের পাশের আসনে যিনি বসে রয়েছেন, তার নাম দেবাশিস বসু। তিনি হলেন ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মনীষা বসুর স্বামী। দেবাশিস ৮৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের সভাপতি। চালকের পাশের আসনে বসলেও স্ত্রীর প্রচারে তিনিই যেন সারথি! বেটার হাফের হয়ে লাগাতার মাইকে প্রচার করলেন। এভাবেই বঙ্গের ভোটরঙ্গে উঠে এল দাম্পত্যের যুগলবন্দি। 


৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনীষা বসু জানিয়েছেন, উন্নয়নের বার্তা দিচ্ছি। এখানে কী কাজ বাকি আছে, তা করব। মহানগরকে সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলা এবং পুরবাসীদের আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস যে সব মহিলা প্রার্থীর ওপর আস্থা রেখেছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন মনীষা বসু। 


দেবাশিস কুমার, কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের বিধায়ক ও তৃণমূল প্রার্থী, এলাকার প্রার্থী। মানুষ আমাদের সমর্থনে আছে। লোকজনকে দেখেই বোঝা যাচ্ছে। সকালে রাজা বসন্ত রায় রোড থেকে শুরু হয় প্রচার। মানুষের আশীর্বাদ নিতে পাড়ায় পাড়ায় পৌঁছে যায় তৃণমূল প্রার্থীর গাড়ি।