কলকাতা: কাল ছিল ৬১০, আজ রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিতের (Corona Affected) সংখ্যা কমে হল ৫৮৩ জন। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর (Department of Health & Family Welfare) প্রকাশিত বুলেটিন (Health Bulletin) এমনটাই বলছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৮৩ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,২৩,১৯১ জন। রবিবারের বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫৪৮ জন। গতকালের থেকে ১৪ জন কম।
এই সময় পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত (Covid-19) হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এ নিয়ে শুরু থেকে এখনও অবধি রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৯,৬০০। উল্লেখ্য, গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। পাশাপাশি আজকের সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৯১ জন। সবমিলিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫,৯৬,০৪৩ জন। উল্লেখ্য, আজ রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ>
এদিকে দেশে ওমিক্রন-আতঙ্কের মাঝেই করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৯৯২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯৩।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৯০ হাজার ৫১০। অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ১ হাজার ৬৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার ৪৭৫।
উল্লেখ্য রাজ্যে ইতিমধ্যেই(West Bengal) আরও একজন সন্দেহভাজন ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ মিলল। বাংলাদেশ ফেরত ওই ব্যক্তি ভর্তি আছেন বেলেঘাটা আইডি-তে (Beleghata ID Hospital)। ৩০ ছাড়াল ভারতে ওমিক্রন আক্রান্তের (Omicron Affected) সংখ্যা। কলকাতায় (Kolkata) করোনায় সংক্রমণের (West Bengal Corona) হার ৫ .৩৮ শতাংশ। যেখানে সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেখানে বিভিন্ন জমায়েতে নিষেধাজ্ঞা জারির জন্য নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার (Union Minister)।
ওমিক্রন আক্রান্ত (Omicron Affected) সন্দেহে ব্রিটেন ফেরত ১৮ বছরের তরুণীকে আগেই বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়েছিল। এই পরিস্থিতিতে খোঁজ মিলল আরও এক সন্দেহভাজনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগনার বারাসতের বাসিন্দা ৭৬ বছরের এক ব্যক্তি সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছেন।