মণ্ডপে মণ্ডপে মহাষ্টমীর পুজো।  বেলুড়মঠ, বাগবাজার, শোভাবাজারে, পুজোর আরতি বাড়তি আকর্ষণ।  রীতি মেনে, শাস্ত্র মতে দেবীর আরাধনা।  এরই মধ্যে এবিপি আনন্দ পৌঁছে গেল শারদ সম্মান নিয়ে। 



  • তালবাগান : ভাবনায় বাঁধের ওপর দেবীর আরাধনা।  নদীর পাড়ের বাসিন্দাদের কার্যত বছরভর থাকতে হয় প্রকৃতির মুখ চেয়ে। ঝড়, জল, দুর্যোগে বাঁধ ভাঙলেই বিপদ। জলে ভাসবে ঘর গেরস্থালী।  সেই বাঁধ নির্ভর যাঁদের জীবন, তাঁদের কথা মনে রেখেই শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘে বাঁধের ওপর পুজোর আয়োজন।  মাতৃরূপে সেরার শারদ আনন্দ সম্মান পেল ৪২ বছরের এই পুজো। 

  • দমদম তরুণদল শিল্পবোধে সেরা 
    দমদম তরুণদলের এবারের বিষয় ভাবনা সুর। পুজোর উদ্যোক্তাদের মতে, অসুর দমন করার থেকেও বেশি দরকার অসুরের অ বাদ দিয়ে সুরটাকে ধরা। কারণ, এই সুরই বাঁধতে পারে সকলকে। যে আসুরিক সময়ের মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে মানুষকে, তার থেকে সুরে ফেরার বার্তা দেওয়া হয়েছে এই বিষয় ভাবনায়।  মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের বাঁশ।  ৪৪ বছরের এই পুজোই এবার শিল্পবোধে সেরার শারদ আনন্দ সম্মান জিতে নিল।  

  • ঠাকুরপুকুর এসবি পার্ক কারুশিল্পে সেরা  
    ঠাকুরপুকুর এসবি পার্কের পুজোর  বিষয় ভাবনা কারুসেবা।  বাংলার শোলা শিল্প দিয়েই প্রতিমা ও অলঙ্করণ করা হয়েছে।  শোলার কাজ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।
    ৫১ বছরের এই পুজোর হাতে উঠল কারুশিল্পে সেরার এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান।    

  • তেলেঙ্গাবাগান সমাজবোধে সেরা  
    তেলেঙ্গাবাগান সর্বজনীনের পুজোর বিষয় ভাবনা অক্সিজেন প্লান্ট।  স্মরণ করা হয়েছে কোভিডের সেকেন্ড ওয়েভের সময় সাধারণ মানুষের অসহায় অবস্থার কথা। মণ্ডপ সাজানো হয়েছে কৃত্রিম অক্সিজেন প্লান্ট, সিলিন্ডার, স্টোর রুম দিয়ে।  সমাজবোধে সেরার এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান উঠল ৫৬ বছরের এই পুজোর হাতে।  

    আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ৷ সাড়ম্বর দেবী বন্দনা।  আজই বিভিন্ন জায়গায় রয়েছে কুমারী পুজোও৷ দিকে দিকে দীপের আলোয় উমা বরণ।  আর দু’দিন বাকি পুজোর। মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবের সুরে ভাসতে প্রস্তুত তিলোত্তমা৷