কলকাতা : সকাল থেকেই মেঘ-রোদ্দুরের লুকোচুরি। মহাষ্টমী মানেই উৎসবের আনন্দ মধ্যগগনে। এরই মধ্যে বুক ধুকপুক বৃষ্টি নামবে না তো ? প্রতি বছরই বৃষ্টির আশঙ্কা থেকেই যায় পুজোর দিনগুলোতে। এ বছরও সেই শঙ্কা অব্যাহত। 


অষ্টমীতেই দক্ষিণবঙ্গে ফের অসুর রূপে দেখা দিতে পারে বৃষ্টি! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ অষ্টমীর দিন, আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর ধীরে ধীরে সেটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে যাবে। যার ফলে অষ্টমীতে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। নবমীর দিন বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। 
উপকূল থেকে ভিতরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন : 


আজ কোভিড বিধি মেনে বেলুড় মঠে কুমারী পুজো, জেনে নিন কখন, কীভাবে দেখবেন


তারপর দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গে ধারাবাহিকভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে ১৪-১৫ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে আজ কোনও সম্ভাবনা নেই। কাল হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। ১৪ তারিখ থেকে হয়ত বাড়বে। একেবারে উপকূল জেলায় হালকা-মাঝারি বৃষ্টি ও একেবারের ভিতরের জেলায় হালকা বৃষ্টি।


আরও পড়ুন : 


বাঙালি ভীরু-দুর্বল জাতি নয়, ইংরেজদের বার্তা দিতেই বাগবাজার সর্বজনীনে বীরাষ্টমী


পূর্বাভাস বলছে, নবমীতে বৃষ্টি বাড়বে। রাজ্যের উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। দশমীর দিনও বৃষ্টির বিরাম নেই। বরং দশমীতে দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই ৭ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতেও বজ্রবিদুত্‍ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে।  তবে অষ্টমীর সকালেই শহর ভাসবে কিনা বর্ষণে, সেদিকেই তাকিয়ে সকলে। তবে এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর মেলেনি।