অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ১১জন বাঙালি অভিযাত্রী। মর্মান্তিক ওই ঘটনার প্রেক্ষিতে, অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রশিক্ষণ ও প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দেওয়ার ছবি ধরা পড়ল কলকাতার একটি কর্মশালায়।
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত ৫ অভিযাত্রীর কফিনবন্দি দেহ যেদিন কলকাতায় ফিরল, সেদিনই শহরে দেখা গেল এই ছবি। অ্যাডভেঞ্চার স্পোর্টসের কসরতে ব্যস্ত ছোটরা। কেউ দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। কেউ আবার দড়ির জাল বেয়ে অ্যাডভেঞ্চারের রোমান্টিসিজমে বুঁদ হওয়ার আগে এভাবেই ইস্পাত কঠিন মানসিকতা ও ফিজিক্যাল ফিটনেসের প্রশিক্ষণ চলছে উল্টোডাঙার আয়কর নিবাসে।
পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর দফতরের সহযোগিতায় অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রশিক্ষণকেন্দ্র গড়ে উঠেছে এখানে। আয়োজিত হয়েছে বিশেষ কর্মশালা। সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন এরাজ্যের অভিজ্ঞ পর্বতারোহীরা। এভারেস্টজয়ী পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়ের কথায়, "একটা সতর্কতা দরকার। আগে থেকে প্রস্তুতি নিলে হেল্প হবে। এখন একটা প্রবণতা তৈরি হয়েছে হুট করে বেরিয়ে যাওয়ার।''
আরও পড়ুন: KYC-আপডেটের নামে প্রতারণার ফাঁদ! সিম বন্ধের ভয় দেখিয়ে বৃদ্ধের ৪ লক্ষ টাকা গায়েব উত্তরপাড়ায়
প্রকৃতির কাছে সবাই তুচ্ছ। সতর্কতা ও সাবধানতার পরেও ঘটতে পারে দুর্ঘটনা। কিন্তু প্রশিক্ষণ থাকলে অনেক বাধাই অতিক্রম করা যায়। সেইমতো ছোটদের নিয়ে শুরু হয়েছে অ্যাডভেঞ্চারের পাঠশালা। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে প্রবল বৃষ্টি ও তুষারধসের মাঝে পড়ে এ রাজ্যের ১১ জন অভিযাত্রীর মৃত্যু হয়েছে। মূলত খারাপ আবহাওয়াকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হলেও, পরপর এতজন অভিযাত্রীর মৃত্যুতে তাঁদের প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে।
রাজ্যের অভিজ্ঞ পর্বতারোহীরা বলছেন, হুটপাট করে কখনোই অভিযানে বেরনো উচিত নয়। যে কোনও ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস বা ট্রেকিংয়ে ঝুঁকি থাকে। গন্তব্য যত কঠিন হবে, ততই নিবিড় হতে হবে প্রস্তুতি ও প্রশিক্ষণ। পর্বতারোহী মলয় হালদার বলেন, অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে আগ্রহ। অলিম্পিক্সে জায়গা পেয়েছে। তার জন্য প্রশিক্ষণ দরকার। সেটা এখানে হচ্ছে। একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। সেটাও জরুরি।
আরও পড়ুন: বিষাক্ত মূল খেয়ে মৃত্যু প্রৌঢ়র, অসুস্থ হয়ে হাসপাতালে দেড় বছরের শিশু-সহ পরিবারের আরও চারজন