কলকাতা: আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠল। 


বিধায়কের অভিযোগ, ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।  ট্যুইটার হ্যাকের অভিযোগ দায়ের হয়েছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


সাম্প্রতিক অতীতে একাধিক সেলিব্রিটির ফেসবুক বা ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।  গত বিধানসভা ভোটের সময় সাইবার অপরাধের শিকার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। এক ভিডিও বার্তায় নিজের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার কথা জানান তিনি। 


প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর দাবি, গত বৃহস্পতিবার তাঁর দুটি অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এর নেপথ্যে পাকিস্তানি হ্যাকাররা রয়েছে। এনিয়ে হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন বাংলা রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশের সাইবার অপরাধদমন শাখা। পুলিশ সূত্রে জানা যায়, পাকিস্তান থেকে এই হ্যাকিং করা হয়।


এর আগে ২০২০ সালের জুন মাসে রাজ্যের তৃণমূল নেতা মদন মিত্রের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ওঠে। লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন প্রাক্তন মন্ত্রী।  


তিনি জানতে পারেন, তাঁর অফিসিয়াল পেসবুক পেজে কিছু প্রাণীর ছবি আপলোড করা হয়ে। তারপর আপলোড করা হয় অশ্লীল কিছু ছবি।  অভিযোগের প্রেক্ষিতে নির্দিষ্ট মামলা দায়ের করা হয়। ফেসবুক অথরিটির সঙ্গেও যোগাযোগ করা হয় ।   


তার আগে ২০২০ সালের মার্চ মাসে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইটের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়।  হ্যাক হওয়ার কথা স্বীকার করে ট্যুইটার কর্তৃপক্ষ। 


একের পর এক ট্যুইট করা হয় সেখান থেকে। প্রতিটি ট্যুইট বিটকয়েন-কেন্দ্রিক। একটি ট্যুইটে লেখা, আমি আবেদন করছি, সকলে মুক্তহস্তে পিএম জাতীয় কোভিড-১৯ ত্রাণ তহবিলে দান করুন। ভারত এখন ক্রিপ্টো কারেন্সি শুরু করছে। এখানে দান করুন।


মাইক্রো ব্লগিং সাইটের তরফে জানানো হয়, অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা সম্পর্কে তারা ওয়াকিবহাল। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য পদক্ষেপ করা হয়েছে। শুরু হয়েছে তদন্তও। সেইসঙ্গে ট্যুইটার জানিয়েছে, মোদির অন্য কোনও অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিনা, সে বিষয়ে তাদের কিছু জানা নেই।