কলকাতা: ভিত্তি কেবলমাত্র দুটি গান আর একটি ট্রেলার। এটুকুতেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে পর্দার এক অসমবয়সী জুটি। জনপ্রিয়তা এমনই, প্রথম সারির এক বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপনেও তাঁদের দেখা গিয়েছে জুটিতেই। যীশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। নতুন ছবি 'বাবা, বেবি ও'-র সৌজন্যে টলিউড প্রথমবার জুটি হিসেবে পেয়েছে যাঁদের।
গত ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছিল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত 'বাবা, বেবি ও' ("Baba, Baby, O...")-র ট্রেলার। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)।
এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন শোলাঙ্কি। গল্পের শুরু হয় যীশু ওরফে মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় ও তাঁর দুই সন্তানকে নিয়ে। সারোগেসি পদ্ধতিতে দুই সন্তানের বাবা মেঘ। কিন্তু বিয়ে করবেন না তিনি। 'সিঙ্গল ফাদার' মেঘ যখন দুই একরত্তিকে সামলাতে হিমশিম, তখন তাঁর আলাপ হয় বৃষ্টির সঙ্গে। বছর ৪০-এর মেঘ প্রেমে পড়ে ২০-র যুবতীর। অথচ বৃষ্টির জীবনে রয়েছে অন্য মানুষ!
কেবল যীশু বা শোলাঙ্কি নয়, ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee), রেশমী সেন (Reshmi Sen), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), রজত গঙ্গোপাধ্যায়রা (Rajat Ganguly)। ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির তিনটি গান। 'বাবা হওয়া এত সোজা নয়', 'মায়াবী চাঁদের রাতে' ও 'রংমশাল'। প্রতিটি গানই দর্শকে মন ছুঁয়ে গিয়েছে। কেবল এই গান ও ট্রেলারের সূত্র ধরেই বিজ্ঞাপনেও হাজির যীশু-শোলাঙ্কি জুটি।
একটি মশলা বিপনী সংস্থার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপনে দেখা যাচ্ছে যীশু ও শোলাঙ্কিকে। বাজার করে আনছেন যীশু আর সুক্তো রান্না করছেন শোলাঙ্কি। ছবি মুক্তির আগেই জুটি হিসেবে বিজ্ঞাপন করছেন নায়ক নায়িকা। কেমন লাগছে? প্রশ্নের উত্তর দিতে গিয়ে উচ্ছ্বাস ঝরে পড়ল প্রযোজন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায়। বললেন, 'জুটি তৈরি করা অনেকটা সম্বন্ধ করে বিয়ে দেওয়ার মত। মনে হয় দর্শকেরা জুটিটাকে ভালোবাসবেন তো? কিন্তু 'বাবা, বেবি ও' ছবির কেবল দুটো গান দেখেই দর্শকদের ভালো লেগে গিয়েছে এই জুটিকে। কেবল দর্শক নয়, প্রথম সারির একটি বাণিজ্যিক সংস্থাও যীশু-সোলাঙ্কিকে জুটি হিসেবে চাইছে বিজ্ঞাপনে। তাঁঁরা ও তো ছবিটা দেখেননি। কিন্তু তার আগেই মনে করেছেন এই জুটি মানুষের কাছে পৌঁছে যাবে। সেই ভরসাতেই বিজ্ঞাপনটি তৈরি করেছেন। এটা একটা অভাবনীয় ঘটনা আমার কাছে। যীশু-শোলাঙ্কির জুটিতে প্রেমের মশলাই তৈরি হচ্ছে। আশা করি মানুষ পর্দায় ছবিটা দেখেও ছবিটা একইরকমভাবে ভালোবাসবেন।'