ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ব্যাঙ্ক প্রতারণা-মামলায় (Bank Fraud Case) গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ৪৫ লক্ষ টাকা প্রতারণার ঘটনা ঘটে। তদন্তে নেমে দিনকয়েক আগে ১১ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata)। তাদের জেরা করে শেখ বিনোদের নাম উঠে আসে। গতকাল খড়গপুর (Kharagpur) থেকে কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। 


পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৪৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে সম্প্রতি। সেই ঘটনাতেই খড়গপুর থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ। এই প্রথম ব্যাঙ্ক প্রতারণা (Bank Fraud) মামলায় একসময় লালবাজারের (Laalbazar) ঘুম কেড়ে নেওয়া দুষ্কৃতী, শেখ বিনোদের নাম জড়াল।  


গত ১১ নভেম্বর CIT রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) শাখা থেকে ৪৫ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ ১১ জনকে আগেই গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, ওই ব্যাঙ্কের চুক্তিভিত্তিক কর্মী অরূপ দাস প্রথমে ব্রাঞ্চ ম্যানেজারের ইউজার আইডি ও পাসওয়ার্ড জেনে নেন।  


এরপর ব্যাঙ্কে যাঁদের বেশি টাকা জমা আছে অথচ অ্যাকাউন্টে খুব একটা লেনদেন হয় না, তেমন গ্রাহকদের তালিকা তৈরি করেন। তারপর ওই তালিকা থেকে কোনও গ্রাহককে বেছে নিয়ে, তাঁর ফোনে রেজিস্টার নম্বর বদল হয়েছে, এই মেসেজ পাঠানো হয়। এরপর স্বাভাবিকভাবেই ওই গ্রাহক ব্যাঙ্কে গিয়ে ম্যানেজারকে লিখিতভাবে জানান, তিনি ফোন নম্বর বদল করেননি।  


পুলিশ সূত্রে দাবি, চুক্তিভিত্তিক ওই কর্মী তখন গ্রাহকের আবেদনপত্র থেকে তাঁর অ্যাকাউন্ট নম্বরটি জেনে নেন।  এরপর গ্রাহকের টাকা সরিয়ে ফেলা হয় একটি ট্রাস্টের অ্যাকাউন্টে। পুলিশ সূত্রে খবর, তাঁর এক সঙ্গী গ্রেফতার হওয়ার পরই  শেখ বিনোদ বিশাখাপত্তনমে পালিয়ে যান।  তাঁর মোবাইল ফোন ট্র্যাক করতে শুরু করে পুলিশ। শেখ বিনোদ বৃহস্পতিবার খড়গপুরে ফিরতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।  


শেখ বিনোদের নামে খুন, ধর্ষণ, তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। আগেও একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি।  কিন্তু এবারই প্রথম হোয়াইট কলার ক্রাইমের অভিযোগে লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে  গ্রেফতার হলেন।