কলকাতা: ‘আগামী দিনে আমার লক্ষ্য শিল্পায়ন ও কর্মসংস্থান (Industrialization and employment)। আর কাজের জন্য বাইরে যাওয়ার দরকার হবে না।’ দক্ষিণ কলকাতায় (South Kolkata) পুরভোটের প্রচারে এসে এমনটাই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। বুধবার পশ্চিমবঙ্গে (West Bengal) লক্ষাধিক কর্মসংস্থানের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী (Cm) বলেন, ‘দেউচা পাঁচামির হাত ধরে ১০০ বছরের জন্য বিদ্যুতের ব্যবস্থা হবে। দেউচা পাঁচামিতে লক্ষাধিক কর্মসংস্থান হবে। ’


বিনিয়োগ (Investment), শিল্পায়ন (Industrialization) থেকে কর্মসংস্থান (Employment) এই তিনকে একসূত্রে বেঁধে এ দিন বেকারত্ব প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী (Cm) মন্তব্য, ‘রাজ্যে প্রায় ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। অণ্ডাল বিমানবন্দরকে (Ondal Airport) আন্তর্জাতিক মানের গড়ে তুলব। বানতলায় চর্মনগরীতে আরও ৫ লক্ষ কর্মসংস্থান হতে চলেছে। আগামী দিনে আমার লক্ষ্য শিল্পায়ন ও কর্মসংস্থান।’


শেষ নয় এখানেই, সভায় চুক্তিভিত্তিক চাকরিতেও জোর দেন মমতা। বলেন, ‘আর কাজের জন্য বাইরে যাওয়ার দরকার হবে না। চুক্তিভিত্তিক চাকরিতে অবহেলা করবেন না। ৬০ বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করেছি।


গোয়া (Goa) থেকে ফিরে পুরভোটের (Kolkata Municipality Vote) প্রচারে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল ফুলবাগানের পর আজ দক্ষিণ কলকাতায় (South Kolkata) দুটি নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী (TMC)। দুপুরে বাঘাযতীনের সভায় উপস্থিত ছিলেন যাদবপুর ও টালিগঞ্জ এলাকার প্রার্থীরা। এরপর বিকেলে বেহালা চৌরাস্তায় নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভার অন্তর্গত সমস্ত ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা। শেষবেলায় পুরভোটের প্রচারে ঝড় তুলতে আজ পথে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এ দিন দুপুরে বড়বাজার থেকে শিয়ালদা হয়ে বৌবাজার পর্যন্ত রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 


কলকাতা পুরভোটের প্রচারে, বুধবার সিন্ডিকেটের বিরুদ্ধে দলের নেতাদের সতর্ক করে দিয়েছিলেন। আর বৃহস্পতিবার আগামী দিনের তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, গাড়িতে ঘুমিয়ে পড়লে হবে না, খেয়াল রাখতে হবে ওয়ার্ডের উন্নয়নের দিকেও। নির্দেশ দিলেন দিন-রাত মোবাইল ফোন চালু রাখার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেককে আমি দেখি, গাড়িতে যায় গাড়িতে ঘুমিয়ে পড়ে। আমি তো গাড়িতে ঘুমোই না, দেখতে দেখতে যাই, কোন লাইটটা জ্বলছে না...শুধু এই কথাগুলি।