কলকাতা: কমিশনের নজরে ১ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ৩৪০ 'অসঙ্গতিপূর্ণ' ভোটার। দঃ ২৪ পরগনাতেই ১৬ লক্ষ ৩ হাজার ১৬জন 'অসঙ্গতিপূর্ণ' ভোটার। উঃ ২৪ পরগনায় ১১লক্ষ ২ হাজার ৫২১জন 'অসঙ্গতিপূর্ণ' ভোটার। দুই ২৪ পরগনার পরেই 'অসঙ্গতিপূর্ণ' ভোটারের সবচেয়ে বেশি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 'অসঙ্গতিপূর্ণ' ভোটারের সংখ্যা ১০ লক্ষ ২ হাজার ৭৬২জন।
আরও পড়ুন, বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ ! ফের সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভ
৪ নভেম্বর থেকে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল SIR প্রক্রিয়া। প্রায় দেড় মাস পর, মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে জায়গা পেলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ গেল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। আর ক'মাস পরেই বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে রাজ্যবাসী। তার আগে, SIR নিয়ে গত কয়েক মাসে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যাচ্ছে! কার নাম থাকবে! কে বাদ যাবে!কে বৈধ ভোটার! কে অনুপ্রবেশকারী! এসব নিয়ে চাপানউতোরের মধ্যেই অপেক্ষার প্রহর গুনছিল রাজ্যবাসী। এই অবস্থায় মঙ্গলবার, খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়ল, সেই তালিকা পৃথকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম। যার মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। খোঁজ পাওয়া যায়নি এরকম ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন ভোটার অন্য়ত্র স্থানান্তরিত হয়েছেন। ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন ডুপ্লিকেট ভোটারের নাম বাদ গেছে। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪।
সব মিলিয়ে এনুমারেশন পর্বের পর বাদ যাওয়া ভোটারের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮-এ। রাজনৈতিক এই তরজার মধ্যেই প্রশ্ন হল, তাহলে কি খসড়া তালিকায় আপনার নাম থাকা মানেই চূড়ান্ত তালিকাতেও আপনার নাম থাকবে, এমনটা নয়? খসড়া তালিকায় কারও নাম থাকলেও, চূড়ান্ত ভোটার তালিকায় তা বাদ হয়ে যেতে পারে? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে হিয়ারিংয়ের পর্ব! যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে ৩ ভাগে।প্রোজেনি ম্যাপিং,সেল্ফ ম্যাপিং এবং নো ম্যাপিং।