কলকাতা: বেঙ্গালুরুতে বাংলার মহিলাকে 'গণধর্ষণ' কাণ্ডে সরব জাতীয় মহিলা কমিশন। 'বেঙ্গালুরুর ঘটনায় তীব্র নিন্দা জানাই। ইতিমধ্যেই পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। গোটা ঘটনায় নজরদারি চালাবে জাতীয় মহিলা কমিশন। যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হয়, ততদিন নজরদারি চালাবে জাতীয় মহিলা কমিশন', পোস্টে সরব জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের।

Continues below advertisement

আরও পড়ুন, বেদিয়াপাড়ায় প্রকাশ্য রাস্তায় ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ! কাঠগড়ায় কে ?

Continues below advertisement

'বেঙ্গালুরুতে বিউটি পার্লারে কাজ করতেন ওই মহিলা,  মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতে ঢোকে ৫ দুষ্কৃতী..'

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে বিউটি পার্লারে কাজ করতেন ওই মহিলা। মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতে ঢোকে ৫ দুষ্কৃতী, অভিযোগ নির্যাতিতার। মঙ্গলবার রাত ৯.১৫- রাত ১২.৩০-এর মধ্যে মহিলার বাড়িতে ঢোকে ৫ দুষ্কৃতী। প্রথমে মহিলার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ। নির্যাতনের পর মহিলার মোবাইল ও টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা। তদন্তের জন্য ডিএসপির নেতৃত্বে গঠন করা হয়েছে একটি বিশেষ দল। অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের।

বেঙ্গালুরুতে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, তীব্র নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন

বেঙ্গালুরুতে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার করা হল ৬ জনকে। ঘটনার তীব্র নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রুটি-রুজির সন্ধানে গেছিলেন বেঙ্গালুরুতে। পশ্চিমবঙ্গের মহিলাকে সেখানেই গণধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর মদনায়কনাহাল্লি থানা এলাকায় থাকতেন মহিলা। কাজ করতেন একটি বিউটি পার্লারে। মঙ্গলবার রাতে ৫ জন জোর করে তার বাড়িতে ঢোকে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। 

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে NCW: মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার  নির্যাতিতার দাবি, তার মোবাইল ফোন ও কয়েক হাজার টাকাও চুরি গেছে। ঘটনার তীব্র নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন। X হ্যান্ডলে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার লিখেছেন , বেঙ্গালুরুতে পশ্চিমবঙ্গের এক মহিলার গণধর্ষণের ঘটনা মর্মান্তিক।আমি নির্যাতিতা ও পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে NCW.' ঘটনার তদন্তের জন্য ডিএসপির নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।অভিযুক্তরা সবাই স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিক তদন্ত জানতে পেরেছেন তদন্তকারীরা।