কলকাতা : "আদালত পরিষ্কার বলেছে, কারা এর পিছনে আছে তাদের খুঁজে বের করুন। এর পিছনে টাকার খেলা হয়েছে সেটাও সিবিআই-কে খুঁজে বের করতে হবে।" স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ (Group D Recruitment) মামলায় কলকাতা হাইকোর্টের সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশ প্রসঙ্গে এই মন্তব্য করলেন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
আগেও সিবিআই তদন্তের ভাবনা প্রকাশ করেছিল হাইকোর্ট। এদিন সিবিআই অধিকর্তার নেতৃত্বে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ নিয়ে প্রাথমিক খোঁজখবরের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুসারে, কমিটি গড়ে এই অনুসন্ধান করবে সিবিআই। কমিটিতে ডিআইজি পদমর্যাদার আধিকারিক, যুগ্ম অধিকর্তা পদমর্যাদার আধিকারিক থাকবেন। এই দল তথ্য সংগ্রহ করবে।
এপ্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "আদালতের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে এখানে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে। ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা রাজ্য সরকারের পক্ষে অস্বীকার করা সম্ভব হয়নি। রাজ্য সরকার বলছিল, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক। তাতেও আমাদের কোনও আপত্তি ছিল না। তদন্ত হওয়াটাই উচিত। কিন্তু, বিচারপতি নিজে সমস্ত দিক বিবেচনা করে দেখে বলেছেন, রাজ্য সরকারের সঙ্গে প্রভাবিত কারও কাছেই রাখা যাবে না। তদন্ত করবে সিবিআই। এটা হবে প্রাথমিক তদন্ত। প্রাথমিক তদন্তে আদালতে যে তথ্য পেশ হবে, তার পরবর্তীকালে আদালত নির্দেশ দেবে কী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত সিবিআই সমস্য় তথ্য সংগ্রহ করবে। আদালত পরিষ্কার বলেছে, কারা এর পিছনে আছে তাদের খুঁজে বের করুন। এর পিছনে টাকার খেলা হয়েছে সেটাও সিবিআই-কে খুঁজে বের করতে হবে।"
আরও পড়ুন ; গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
তিনি জানান, ফৌজদারি মামলা শুরু করার আগে প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করতে হয়। সেই তথ্য সংগ্রেহর কাজটাই সিবিআই করবে। তখন নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। দুর্নীতির মামলা দায়ের করা হতে পারে। টাকা তছরূপের মামলা হতে পারে।