ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতেও সিবিআই। 


পর্ণশ্রীতে ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC) পার্থ সরকারের বাড়িতে হানা। বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়কের অফিস সামলাতেন পার্থ ওরফে ভজা। মহেশতলায় পার্থ-ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও সিবিআই।

আরও এক কাউন্সিলর:
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে আরও এক তৃণমূল কাউন্সিলর। ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানা। ব্যারাকপুরে তালবাগান রোডে জয়দীপ দাসের বাড়িতে সিবিআই হানা। প্রায় ৬ ঘণ্টা ধরে তল্লাশি, জিজ্ঞাসাবাদ তৃণমূল কাউন্সিলরকে। 'বাড়িতে দুটি সিডি ছিল, নিয়ে গেছে সিবিআই', জানালেন জয়দীপ দাস।


নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) এদিন একযোগে পাঁচ জায়গায় তল্লাশি চালায় সিবিআই (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছে গিয়েছেন তাপস মণ্ডল, গোপাল দলপতি বর্ণিত কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার ফকিরপাড়া রোডের বাড়িতে। এরপর বাড়ির পাশে সুজয়কৃষ্ণের ফ্ল্যাটেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কালীঘাটের কাকুকে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়ি এবং ফ্ল্যাটে তল্লাশি চালালেন CBI-এর গোয়েন্দারা। তাঁর দুটি মোবাইল ফোন এবং টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও, সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়ি থেকে অ্যাডমিটকার্ড ও নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি। সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে তল্লাশির পাশাপাশি তাঁর ফ্ল্যাটেও তল্লাশি চালালেন CBI-এর গোয়েন্দারা। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার ফকির রায় রোডের বাড়িতে আসে CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, বিভিন্ন সময় কুন্তল ঘোষের মাধ্যমে টাকা আসত সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে। পরে, তা চলে যেত প্রভাবশালীদের কাছে। এছাড়াও, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ৪০ লক্ষ টাকা দিয়ে হুগলিতে একটি জমি কিনেছিলেন সুজয়কৃষ্ণ। সূত্রের দাবি, এর পাশাপাশি তাঁর আর কোনও সম্পত্তি আছে কি না? এই সম্পত্তিগুলি কেনার ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন CBI-এর গোয়েন্দারা।

একইসঙ্গে মহেশতলার মার্লিন অ্যাপার্টমেন্টে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটেও চলছে সিবিআই তল্লাশি। নিউটাউনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। আগেও প্রবীর বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 


আরও পড়ুন: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা