প্রকাশ সিনহা, কলকাতা : গরু পাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) গরু পাচারকাণ্ডে ফের তলব অনুব্রতকে গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) ফের তলব অনুব্রতকে নোটিস পাঠাল সিবিআই (CBI) । সূত্রের খবর, ১৪ মার্চ নিজাম প্যালেসে তলব করা হয়েছে অনুব্রতকে।
এই নিয়ে পঞ্চমবার অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু প্রতিবারই সিবিআইকে এড়িয়েছেন তিনি। এর মধ্যে দু’বার রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দুবারই তাঁর আর্জি খারিজ করেছে আদালত। এর আগে আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে দাবি করে বারবার হাজিরা এড়ালেও মাস্ক ছাড়াই তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। যিনি করোনা আক্রান্ত হতে পারেন এই ভয়ে হাজিরা দিচ্ছেন না, তিনি কী করে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন? আদালতে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী।
তারপরই আবার নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। এই নোটিসের পর হাজিরা না দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। খবর সিবিআই সূত্রে।
৪ বারই হাজির হননি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি
গত ২৯ মার্চ, গরু পাচার মামলায় আদালতে ধাক্কা খান অনুব্রত মণ্ডল। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, খারিজ হয়ে যায় অনুব্রতর রক্ষাকবচের আবেদন। বহাল রাখা হয় সিঙ্গল বেঞ্চের রায়ই। গরু পাচার মামলায় এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ৫ বার তলব করল CBI। ৪ বারই হাজির হননি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। তাঁকে সিবিআই গ্রেফতার করতে পারে, এই আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল।
প্রেক্ষাপট
১১ মার্চ তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। ২৯ মার্চ আদালতে তাঁর আইনজীবী বলেন, ভবিষ্যতে গরু পাচার মামলায় CBI তলব করলেও, যেন তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়। কিন্তু, এদিন, অনুব্রত মণ্ডলের এই আবেদন খারিজ করে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।