ব্যারাকপুরে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পে বিশৃঙ্খলা। টিকা নিতে প্রবীণদের ভিড়। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। শেষ পর্যন্ত বিধায়ক রাজ চক্রবর্তী নিজে গিয়ে বিশৃঙ্খলা মেটান। অন্যদিকে, সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর উদ্যোগে শুরু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি।


ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা। দৌড়ে গিয়ে পরিস্থিতি সামাল দিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। অন্যদিকে, সোনারপুরের তৃণমূল বিধায়কের উদ্যোগে এলাকায় শুরু দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। 


শুক্র ও শনি, এই দুদিন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুরসভার উদ্যোগে, সুকান্ত সদনে প্রবীণ নাগরিকদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। পুরসভা সূত্রে খবর, দুদিনে হাজার জনকে ভ্যাকসিন দেওয়ার টার্গেট নেওয়া হয়। কিন্তু, শুক্রবার সকালে, ভ্যাকসিনেশন শুরু হতেই, দেখা যায় লাইনে ৫০০-র বেশি লোক। গ্রাহকদের মধ্যে ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি শুরু হয়ে যায়। 


সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক, পুর প্রশাসক, পুলিশ কমিশনার ও উত্তর ২৪ পরগনার জেলাশাসক। বিশৃঙ্খলা দেখে রাজ চক্রবর্তী দৌড়ে নেমে আসেন মঞ্চ থেকে। নিজেই লাইন ঠিক করিয়ে দেন। 


ব্যারাকপুর প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, একসঙ্গে অএনেকে হয়ে গেছিল। তাই একটু সমস্যা হয়। এরপর, গ্রাহকদের নাম নথিভূক্ত করে ফের শুরু হয় টিকাকরণ কর্মসূচি। 


অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর উদ্যোগে ও আর এন টেগোর হাসপাতালের সহায়তায় শুরু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। শুক্রবার এলাকার ১০টি বৃদ্ধাশ্রমের ২০০ জন আবাসিককে ভ্যাক্সিন দেওয়া হয়।


সোনারপুর তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র জানিয়েছেন, আগামীদিনে আবেদনের ভিত্তিতে এলাকাভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন নেওয়ার কাজ হবে। সোনারপুরের পুর ও গ্রামীন এলাকায় শুধুমাত্র বয়স্কদের জন্যই এই পরিষেবা। 


অন্যদিকে একটানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগার রাজপুর সোনারপুর পুরসভার বহু এলাকা। আজ বেশ কিছু এলাকা পরিস্থিতি খতিয়ে দেখেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। জলের মধ্যেই ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ড তিনি ঘুরে দেখেন।  কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। নিকাশি ব্যবস্থা উন্নত করার আশ্বাস দেন তিনি।  



বিধায়ক বলেন, অনেক জায়গাতেই জল জমে রয়েছে। এখানে সমস্যা রয়েছে। একতলার ঘর, দোকানের ভিতর জল ঢুকে গেছে। আমি এসেছি। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরছি। দেখেছি, কোথায় কোথায় জল-নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে।