কলকাতা: উনি তাইল্যান্ডের নাগরিক, সেই পরিচয় লুকোচ্ছেন! এই ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা-র বিরুদ্ধে অভিযোগ শানালেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।


গতকাল থেকেই বঙ্গ রাজনীতি তোলপাড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। এদিন মেনকা গম্ভীরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আগামিকাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছেন রুজিরা। কাল তাঁকে জিজ্ঞাসাবাদের পর খতিয়ে দেখা হবে কোথায় কটি অ্যাকাউন্ট রয়েছে।



এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক পুরনো  ভিডিও পোস্ট করেছেন অর্জুন সিংহ। যে ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, ‘গত ৩৪ বছর ধরে ওঁর তাইল্যান্ডের পাসপোর্ট রয়েছে।’ বিজেপি-র সাংসদ একটি নথিও শেয়ার করেছেন, যেখানে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় নাগরিকত্বের উল্লেখ রয়েছে।


এই বিষয়ে সিবিআই সূত্রের দাবি, কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সূত্রেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি। 


সিবিআই সূত্রে আরও দাবি, কয়লা পাচারের টাকা থেকে বিভিন্ন হাত ঘুরে কলকাতা হয়ে জমা পড়ে তাইল্যান্ডের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে। সিবিআই সূত্রে দাবি, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ টাকা কলকাতা থেকে ট্রান্সফার করা হয়েছিল। কোন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছিল, তাও খতিয়ে দেখা হয়।


গোয়েন্দাদের সন্দেহ, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, সেটি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। সেই আর্থিক লেনদেনের অভিযোগের প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-কে প্রশ্ন করতে চান গোয়েন্দারা।


সিবিআই সূত্রের দাবি, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়েছে সিআরপিসির ১৬০ ধারায়। তাতে জানানো হয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দা। তবে তাঁকে সিবিআই দফতরে তলব করা হচ্ছে না। বাড়িতেই মহিলা সিবিআই অফিসারদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। রেকর্ড করতে চান তাঁর বয়ান। 


সিবিআই সূত্রের খবর, এদিন গোয়েন্দারা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, তখন তাঁদের জানানো হয়, বাড়িতে কেউ নেই। তাই নোটিসের সঙ্গে সঙ্গে ফোন নম্বর দিয়ে আসেন সিবিআই অফিসারেরা। রুজিরা বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরলেই তাঁকে ফোন করতে বলা হয়েছে। জানানো হয়েছে, অবিলম্বে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। গতকাল বিকেল ৫টার সময় হাইল্যান্ড পার্ক এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বোনের বাড়িতে গিয়ে নোটিস দেয় সিবিআই। 


এর পাশাপাশি, সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লাকাণ্ডের তদন্তে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রচুর টাকা, খবর সিবিআই সূত্রে। এই সূত্রেই অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, খবর তদন্তকারী সংস্থা সূত্রে।


অন্যদিকে, সিবিআইয়ের নোটিসের ছবি-সহ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন, দুপুর ২টোর সময় সিবিআই, আমার স্ত্রীর নামে নোটিস দিয়ে গেছে। দেশের আইনের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। তবে তারা যদি মনে করে, এভাবে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা সেই দলে নই, যাঁরা সব সময় মাথা নত করে থাকে।