কলকাতা:  কয়লাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত, ডিরেক্টর অফ সিকিওরিটি জ্ঞানবন্ত সিংহকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।  আজ সকাল সাড়ে ৬টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন জ্ঞানবন্ত। 


সিবিআই সূত্রে খবর, জ্ঞানবন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান, তাঁকে আজ সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বের কারণে ব্যস্থ থাকতে হবে। তাই যেন তাঁকে আগে ছাড়া হয়। এদিন জ্ঞানবন্তকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


কয়লাপাচারের জাল কতদূর বিস্তৃত, তারই রহস্য উদ্ঘাটনে নেমেছে সিবিআই। তদন্তকারী আধিকারিকদের দাবি, কয়লাপাচারের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশকিছু নথি তাঁদের হাতে এসেছে।


একাধিক সাক্ষী বয়ানে দাবি করেছেন, একদা আইজি পশ্চিমাঞ্চল জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে পাচারকারীদের সম্পর্ক রয়েছে। 


সিবিআই সূত্রে দাবি, পাচারকারীদের থেকে তিনি টাকা নিয়েছিলেন কিনা, বা তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক ছিল কিনা, সে বিষয়ে জানতেই সিনিয়র আইপিএস অফিসার জ্ঞানবন্তকে তলব করা হয়েছিল। 


ভোট গণনার ঠিক আগের দিন জ্ঞানবন্ত সিংকে তলব করে সমন পাঠায় সিবিআই। সেখানে আজ, মঙ্গলবার, নিজাম প্যালেসে তাঁকে হাজির হতে বলা হয়েছিল। সেই মতো, এদিন হাজিরা দেন জ্ঞানবন্ত। 


এদিকে, ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে ইমেল পাঠিয়ে তাঁর অবস্থান জানতে চাইল সিবিআই।   গরু পাচারকাণ্ডে সোমবার, সিবিআইয়ের সামনে বিনয় মিশ্রকে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 


কিন্তু, হাজির না হয়ে বিনয় সিবিআইকে ইমেল করে জানান, করোনাকালে বাইরে বেরোতে পারবেন না। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। 


সেই প্রস্তাব খারিজ করে পাল্টা ইমেল করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যুব তৃণমূল নেতার কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি আপাতত কোথায় রয়েছেন? সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য তিনি কোনও চেষ্টা করেছেন? সেই চেষ্টা করে থাকলে কীভাবে করেছেন? 


আগে এডিজি (আইনশৃঙ্খলা) পদে ছিলেন জ্ঞানবন্ত সিং। ভোটের মুখে সেই পদ থেকে তাঁকে সরানো হয়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর অফ সিকিওরিটি পদ থেকে বিবেক সহায়কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সেই পদে বসানো হয় জ্ঞানবন্ত সিংকে।