সুমন ঘড়াই, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়, কলকাতা: রাজ্যের পাশাপাশি, কলকাতায় (Kolkata) মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনা (Coronavirus)। কলকাতার পজিটিভিটি রেট (Positivity) ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। সোমবার থেকে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে রাজ্য সরকার।


রাজ্যে রকেট গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। বুধবার ১ হাজার। বৃহস্পতিবার দু’হাজার। শুক্রবার রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত। পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৮ শতাংশ। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায়। শুক্রবার, কলকাতায় পজিটিভিটি রেট ছিল সাড়ে ১৮ শতাংশ। আর শনিবার, সেই সংখ্যা ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থাৎ, যাঁরা কোভিড টেস্ট করছেন, তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জন পজিটিভ। চিকিৎসক জয়দেব রায় বলেন, ভয়ঙ্কর অবস্থা, এই পজিটিভি রেট তাড়াতাড়ি কমাতে হবে।" চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "যে হারে মানুষ বের হচ্ছেন, তাতে এটাই স্বাভাবিক ছিল...গ্রামে নয়, শহরে রেট বেশি।" এই অবস্থায়, সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার।


আরও পড়ুন, করোনা চিকিৎসায় নতুন বিধি, কী কী মেনে চলা আবশ্যক?


সূত্রের খবর, কোন কোন ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি হবে, রবিবার সেই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। সূত্রের খবর, কোনও জমায়েত, বাজার, দোকান, লোকাল ট্রেন, বিমান যাত্রা, স্কুল-কলেজ, বার-রেস্তোরাঁ, এই সমস্ত ক্ষেত্রে আংশিক বিধিনিধেধ জারি করা হতে পারে। ৩ জানুয়ারি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্টস উইকের অনুষ্ঠান করার কথা ছিল। করোনার রেকর্ড সংক্রমণ-বৃদ্ধির জেরে আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রবিবার থেকে রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প শুরুরও কথা ছিল। তাও আপাতত বাতিল। চলতি মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা। 


করোনা আবহে তা নিয়েও রাজ্য ভাবনাচিন্তা করছে বলে সূত্রের খবর। এদিকে, সংক্রমণ বৃদ্ধির জেরে, রাজ্যের সব আদালতে ভার্চুয়াল মাধ্যমে শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এরই মধ্যে একের পর এক জনপ্রতিনিধি করোনার কবলে। শনিবার কোভিড আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। হু হু করে বেড়ে চলা সংক্রমণের মোকাবিলায়, দ্রুত অস্থায়ী হাসপাতাল প্রস্তুত-সহ পাঁচদফা পরামর্শ দিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্র।