কলকাতা : কলকাতায় ফের শুরু হচ্ছে প্রথম ডোজের টিকাকরণ। ৪৫ উর্ধ্বদের দেওয়া হবে কোভিশিল্ডের প্রথম ডোজ। কলকাতা পুরসভার ১০২টি স্বাস্থ্যকেন্দ্রে দুপুর ২টো থেকে মিলবে ভ্যাকসিন। হোয়াটসঅ্যাপে স্লট বুক করতে হবে গ্রহীতাদের। আজ থেকেই রেজিস্ট্রেশন করা যাবে।


রেজিস্ট্রেশন করতে হবে 8335999000 নম্বরে। আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে টিকাকরণ প্রতিদিন প্রতি স্বাস্থ্যকেন্দ্রে ৫০ জন করে টিকা পাবেন। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ। প্রথমে জানা গিয়েছিল, শনিবার থেকে টিকাকরণের ফের প্রথম ডোজের টিকাকরণের প্রক্রিয়াটি শুরু হতে পারে। কিন্তু আজ কলকাতা পুরসভা জানিয়েছে, আগাগীকাল থেকে প্রক্রিয়া চালু হয়ে যাবে।


মাঝে রাজ্যে ভ্যাকসিনের জোগান কম থাকায় গোটা রাজ্যেই বন্ধ ছিল প্রথম ডোজের টিকাকরণ। রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকাকরণ করা হবে। দ্বিতীয় ডোজের টিকাকরণের পাশাপাশি ফ্রন্টলাইন ওয়ার্কার্সদেরও ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছিল। ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে বেশ কয়েক দফায় ভ্যাকসিনের জোগান নিয়ে রাজ্যের সংঘাতও হয়েছে।


ভ্যাকসিন ভোগান্তি এখনও গোটা রাজ্যেই সেভাবে না কমলেও ক্রমশ চেষ্টা করা হচ্ছে টিকার জোগান বাড়িয়ে গোটা পরিস্থিতি আয়ত্বে আনার। সেই চেষ্টাতেই কিছুটা সাফল্যের পর ফের কলকাতা পুরসভা এলাকাতে চালু হচ্ছে প্রথম ডোজের টিকাকরণ। রাজ্যে এই মুহূর্তে করোনার আঘাত সবথেকে বেশি যে জালগুলিতে, তার মধ্যে একেবারে ওপরের সারিতে রয়েছে কলকাতা।


এর আগে এই নম্বটির মাধ্যমেই হোয়াটসঅ্যাপের সাহায্যে দ্বিতীয় ডোজের টিকাকরণের প্রক্রিয়া শুরু করেছিল কলকাতা পুরসভা। সেবার জানানো হয়েছিল, প্রথমে কলকাতা পুরসভার দেওয়া নম্বরটিতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 'Hi' লিখে পাঠাতে হবে। তারপর জানাতে হবে কবে প্রথম ডোজ নিয়েছিলেন সেই দিনক্ষণ। কোনও একটি আইডি গ্রুফ জমা করতে হবে। যার পর সুযোগ পাওয়া যাবে ভেন্যু বা টিকাকরণ কেন্দ্র বেছে নেওয়ার। সেখানে গিয়ে করতে হবে স্লট বুকিং। গোটা প্রক্রিয়াটির পোশাকি নাম দেওয়া হয়েছিল 'হোয়াটসঅ্যাপ বোট'।