কলকাতা : করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। দিন দিন বাড়ছে সেই গ্রাফ। গত ২৪ ঘণ্টাতেও মহানগরে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৩৭ জন। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের তরফে মানুষকে কোভিড-বিধি মেনে চলার কথা বলা হলেও, অনেক জায়গায় এখনও বিধি-ভঙ্গের ছবি ধরা পড়ছে। 


আজ পাতিপুকুর মাছ বাজারে (Patipukur Fish Market) ধরা পড়ল অসচেতনতার ছবি। ভিড়ের মধ্যে বিনা মাস্কে (Mask) চলে বেচাকেনা। কারও মাস্ক আবার থুতনির নীচে। ক্যামেরা দেখে কাউকে কাউকে নাকের ওপর তা তুলে নিতে দেখা যায়। কেউ আবার মাস্ক নেই বলে ক্যামেরার (Camera) সামনে চাদরে ঢাকলেন মুখ। দেখা মেলেনি পুলিশের।


সকালে মল্লিকঘাট ফুল বাজারে ছিল ভিড়। এখানেও ধরা পড়ে অসচেতনতার ছবি। অধিকাংশেরই মুখে দেখা গেল না মাস্ক। ধরা পড়তেই যুক্তি খাড়া করেন বিধিভঙ্গকারীরা। অন্যদিকে, কসবার (Kasba) বাজারেও দেখা যায় ভিড়। অনেকেরই মুখে মাস্ক ছিল না। মাস্ক না পরার বিভিন্ন অজুহাতও রয়েছে। মাস্ক পরেননি কেন জিজ্ঞাসা করতে দোকান ফাঁকা রেখেই উঠে যান এক ব্যবসায়ী।


আরও পড়ুন ; রাজ্যে দৈনিক সংক্রমণ ১৯ হাজার ছুঁইছুঁই, আক্রান্তের শীর্ষে কলকাতা


এদিকে দুই দিন বন্ধ থাকার পর রাজপুর-সোনারপুর (Rajpur-Sonarpur) পুর এলাকায় বাজার খুলতেই সেই চেনা ছবি। মাস্ক ছাড়াই রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেল অনেককে। পাশাপাশি বাজারে ছিল লাঠিধারী পুলিশের টহলদারি। বিক্রেতারা মাস্ক না পরায় কোথাও দোকান বন্ধ, কোথাও দাঁড়িপাল্লা বাজেয়াপ্ত করা হয়। বিনা মাস্কে থাকায় ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। 


অবশ্য যেখানে শহরের একাধিক বাজারে বিধভঙ্গের ছবি, সেখানে আজ মানিকতলা বাজারে (Maniktala Fish Market) দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। সেখানে ক্রেতা-বিক্রেতা দুইয়ের মুখেই দেখা যাচ্ছে মাস্ক। কোথাও আবার মাস্ক না পরলে পণ্য বিক্রি করা হচ্ছে না। ৯০ শতাংশ মানুষই মাস্ক পরে আছেন।