কলকাতা : আর আহমেদ ডেন্টাল কলেজে (R Ahmed Dental College) করোনার (Corona) ভয়াবহ ছবি। অধ্যক্ষ সহ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। করোনা আক্রান্ত হস্টেল সুপার ও তাঁর মেয়ে। ডেন্টাল কলেজের লেডিস হস্টেলেও করোনার থাবা। ১৮ জন চিকিৎসক ও ১ নার্স করোনায় আক্রান্ত।


এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে আর আহমেদের জন্মদিন পালিত হয় কলেজে। তার পরই একের পর এক চিকিৎসক, নার্স করোনায় আক্রান্ত হচ্ছেন।


এদিকে রাজ্যের করোনা (Corona) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বেসরকারি হাসপাতালগুলিকে (Private Hospitals) এক সপ্তাহের মধ্যে কোভিড বেড (COVID Bed) বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মোট বেডের ৩০ শতাংশ কোভিডের জন্য বরাদ্দ করতে বলা হয়েছে। প্রয়োজনে ৬০ শতাংশ বেড প্রস্তুত রাখার নির্দেশ। করোনা রোগীর পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের (Health Workers) পুনরায় প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঠিকভাবে অক্সিজেন (Oxygen) দিতে প্রশিক্ষণের নির্দেশ। করোনা চিকিৎসার সরঞ্জাম, ওষুধ এক সপ্তাহের মধ্যে মজুত করতে নির্দেশ। প্রতিদিনের করোনা পরীক্ষার রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য দফতরে (Health Department)।’


আরও পড়ুন ; রাজ্যে এক দিনে আক্রান্ত ৩,৪৫১, কলকাতাতেই সংক্রমিত প্রায় ২ হাজার, মৃত্যু ৭ জনের


প্রসঙ্গত, রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার ফের এক লাফে দৈনিক সংক্রমণ ৩ হাজারের কোটা পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। এর মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জন করোনা রোগীর।


এর আগে, বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২ হাজার ১২৮। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বাড়ল ১ হাজার ৩২৩। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকল ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ লক্ষ ৮ হাজার ১১ জন।