আবীর দত্ত : মদন মিত্রর পা ধরে আশীর্বাদ নিলেন ভুবন বাদ্যকার(Bhuban Badyakar)। দ্বিতীয়বার দেখা হল । আবারও সেই কলকাতায়(Kolkata)। একটি গানের উদ্বোধনী অনুষ্ঠানে ভুবনকে জড়িয়ে ধরলেন মদন মিত্র(Madan Mitra)। সঙ্গে নিজেই সুর ধরলেন, "কাঁচা বাদাম "।
মদন মিত্রকে কাছে পেয়ে খুব খুশি ভুবনও। হবেন নাই বা কেন ? ভুবনের জন্য সাহায্যের হাত বাড়ালেন খোদ মদন মিত্র । এবার দক্ষিণেশ্বর মন্দিরের কাছে কাঁচা বাদাম, চায়ের ও বাদামের দোকান হবে বলে জানালেন মদন মিত্র । ঘোষণা শুনে খুব খুশি ভুবন বাদ্যকার ।
মদন মিত্র জানিয়েছেন, "মানুষ মানেই ভুবন আর ভুবন মানেই বাদাম। মানুষের পাশে আমরা, তাই "বাদাম" নামে দোকান হবে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে । ভুবনকে দেওয়া হবে। "
আরও পড়ুন ; ভাইরাল 'কাঁচা বাদাম' বদলেছে জীবন! প্রচার-প্রতিশ্রুতির আলোয় অন্ধকার কি ঘুচল ভুবনের?
হাতে কাঁচা বাদাম, গলায় সুর। আর পাশে হলুদ পাঞ্জাবি পরা ভুবন বাদ্যকার। একই ফ্রেমে দু'জন। ঘোষণা শুনে ভুবন বলেন, " খুব ভালো লাগছে শুনে । আমি দোকান পেলে চালাব।"
এদিন মানুষের উন্মাদনা ছিল দেখার মতো । কেউ সেলফি, কেউ ভিডিও তুলেছেন । টালিগঞ্জ এলাকাতে এসে গায়ক বিজয়ের সঙ্গে নতুন গানের দু’কলি গেয়ে মাত করে দিলেন ভুবন ।
কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেছেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকার । এদিন মদন মিত্র অটো চালিয়েছেন । যাত্রী করে নিয়ে গিয়েছেন ভুবনকে । যদিও রাস্তার ধারে এই অনুষ্ঠানে প্রচুর মানুষ জড়ো হয়ে গিয়েছিলেন বলে মদন মিত্র মাইক হাতে জানান, "করোনার কথা কেউ ভুলবেন না, মাস্ক পরে থাকুন । মজা করুন, কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে।"
বাড়ি ফিরে যাওয়ার আগে হাত নেড়ে ভুবন বাদ্যকার জানান, "আবার দেখা হবে, আবার আসব কলকাতায়।"