সন্দীপ সরকার বিজেন্দ্র সিংহ, কলকাতা: করোনার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। শিশু থেকে চিকিত্‍সক পড়ুয়া- ডেঙ্গি আক্রান্ত হয়েছেন অনেকেই। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছে আইসিএমআর। ডেঙ্গির মোকাবিলায় শুরু হয়েছে ভ্যাকসিনের ট্রায়াল। 


শহরে দুই রোগের সাঁড়াশি আক্রমণ। একে করোনায় রক্ষা নেই, তার ওপর ডেঙ্গি দোসর। কলকাতায় বাড়ছে মশাবাহিত এই রোগের প্রকোপ। সূত্রের খবর, গত এক মাসে ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রায় ৩০ জন ভর্তি হয়েছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডেঙ্গির হাত থেকে রেহাই মেলেনি চিকিত্‍সকদেরও!


ন্যাশনাল মেডিক্যাল কলেজের ৩টি হস্টেলের ১০ জন চিকিত্‍সক পড়ুয়া ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। পার্ক সার্কাসের বেসরকারি শিশু হাসপাতালে গত কয়েক সপ্তাহে ৭০ জন ডেঙ্গি আক্রান্ত শিশুর চিকিত্‍সা হয়েছে। তবে এরই মধ্যে শুরু হয়েছে ডেঙ্গি ভ্যাকসিনের ট্রায়াল। 


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর ৯টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বাড়ছে।  পার্ক সার্কাস, তিলজলা, তপসিয়া থেকে আসা ডেঙ্গি আক্রান্ত রোগদের ভিড় বাড়ছে বিভিন্ন হাসপাতালে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে ডেঙ্গির প্রকোপ দেখা দেওয়ায় অনেক পড়ুয়া বাড়ি ফিরে গেছেন। বিষয়টি কলকাতা পুরসভাকে হাসপাতালের তরফে জানানো হয়েছে। গত দু’দিনে হস্টেল মশার লার্ভা মারার তেল ছড়ানো হয়েছে।  


ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান পার্থপ্রতিম মুখোপাধ্যায়, বিভাগীয় প্রধান জানিয়েছেন, ডাক্তারি পড়ুয়ারা আক্রান্ত, ডেঙ্গি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মশা মারার তেল ছড়ানো হয়েছে তবে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। 


দেশের বিভিন্ন রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্রও। এই উদ্বেগের মধ্যেও আশার কথা, Indian Council of Medical Research বা আইসিএমআর-এর ডিজি জানিয়েছেন, ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ডেঙ্গি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে বেশ কয়েকটি ভ্যাকসিন নির্মাতা সংস্থা।   


এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় চিকিত্‍সকদের পরামর্শ, জ্বর হলেই চিকিত্‍সকের পরামর্শ নিতে হবে।  বাড়িতে যেন রোগীকে ফেলে রাখা না হয়।