সত্যজিৎ বৈদ্য, কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে ফি আদায়ের অভিযোগ। এই অভিযোগ তুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। রাসবিহারী মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।


আজ সকাল সাড়ে ১১টা থেকে ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। এই দাবিতে রাসবিহারী মোড়ে তাঁরা অবরোধ করেন। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে সেখানে। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। এর পরই ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ। তখন ছাত্রীদের অবস্থান চলে আসে কলেজের সামনে। ছাত্রীরা অভিযোগ জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেখানে অতিমারির সময়ে ফি মকুবের কথা বলা হয়েছে, সেখানে নিয়ম বহির্ভূতভাবে ফি বাড়ানো হয়েছে।  


এক ছাত্রী জানান, যতক্ষণ না আমাদের দাবি মানা হবে, ততক্ষণ বিক্ষোভ চালাব। এনিয়ে তিন-চারদিন আগে ২০০ জন মেল করলেও কোনও উত্তর আসেনি বলে অভিযোগ জানান অপর এক ছাত্রী। কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি বলে বিক্ষুব্ধ ছাত্রীদের দাবি। 


এদিকে আজ ভর্তি সমস্যা নিয়ে যোগমায়া দেবী কলেজে ছাত্রীরা বিক্ষোভ দেখান। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর ফার্স ইয়ারে ভর্তি হতে এসে সমস্যায় পড়েন তাঁরা। কলেজের ভিতরে গেটের সামনে বসে বিক্ষোভ দেখান ছাত্রীরা। রেজিস্টার্ড নম্বরে মেসেজ গিয়েছিল। বলা হয়েছিল, ভর্তির জন্য তারা সিলেক্ট হয়েছে। কিন্তু, যখন তাঁরা ভর্তি হওয়ার চেষ্টা করেন দেখতে পান, মোবাইলে আসা এসএমএসে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে অনলাইনে পেমেন্ট করতে গেলেও তা করা যাচ্ছে না।


এক ছাত্রী বলেন, এই মেসেজটা থেকে যখন ওয়েবসাইটে পে করার জন্য যাচ্ছি তখন লেখা উঠছে, সিটন নট অ্যাভেলেবেল। প্রথম মেধাতালিকার পরে যদি আসন না থাকে তাহলে এসএমএস আসার  অর্থ কী ? এভাবে আশা ভেঙে দিচ্ছে কেন ? এটা একটা স্ট্যান্ডার্ড কলেজ। কিন্তু, এটা কেন হল বুঝলাম না। আমার জবাব চায়।