সঞ্চয়ন মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গের শহর ছাড়িয়ে গ্রামের পথ ধরলে মাঝে মধ্যেই নজরে পড়বে দুর্গাতলা। ছোট ছোট মন্দির আর সেগুলিকে ঘিরে গড়ে উঠেছে একাধিক দোকান-পাট, জনপদ। সবমিলিয়ে একটা জমজমাট পরিবেশ। এবার সেরকমই এক দুর্গাতলা এবার উঠে আসছে হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিংয়ের মাঠে। 


২০২১-এ ৫৬ তম বছরে পা রাখতে চলেছে হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিংয়ের পুজো। কী থাকছে তাঁদের মণ্ডপে? শিল্পী প্রদীপ্ত কর্মকারের কথায়, 'থিমের নাম দেওয়া হয়েছে দুর্গাতলা। গোটা মণ্ডপটা একটা মন্দিরের আদলে গড়ে তুলতে চাইছি। গ্রামবাংলায় যেমন সাধারণত দেখা যায়, একটা মন্দির, তার চারপাশে ছোট ছোট দোকান, ডালার দোকান, মিষ্টির দোকান, সব মিলিয়ে যে পরিবেশটা গড়ে ওঠে তা সাধারণত গ্রামের দিকেই দেখা যায়। শহরে এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। এই মন্দিরগুলোর ওপর গ্রামের মানুষের অগাধ আস্থা থাকে। তাঁদের মানত করা, ভক্তি প্রদর্শনের পরিবেশটা গড়ে তুলতে চেষ্টা করেছি।'


দুর্গাতলা, দেবীর থাম, তাকে ঘিরে মানুষের বিশ্বাস, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সবকিছুই উঠে আসবে হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিংয়ের পুজো মণ্ডপে। 



ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। আর মাত্র ১৬ দিনের অপেক্ষা। 


গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।


আরও পড়ুন: Durga Puja Preparation: তেলের টিন থেকে গ্যাসের বার্নার, ৬৪ পল্লির 'দামি' মণ্ডপে এবার মূল্যবৃদ্ধির কথা