অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বিগত দুই বছর ধরে আমরা প্রত্যেকেই জেরবার করোনা অতিমারীর ধাক্কা সামলাতে সামলাতে। কখনও তার প্রভাব কমে তো আবার হঠাৎই হুড়মুড়িয়ে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা। তবে শুধুই কি কোভিড? গত দু'বছরে প্রাকৃতিক দুর্যোগও সাধারণ মানুষের বিশেষত সুন্দরবনের মানুষদের, ধৈর্য্যের পরীক্ষা নেহাত কম নেয়নি। এবার সেই সকল দুর্গতদের কথা মাথায় রেখেই গড়ে উঠছে কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দের পুজো মণ্ডপ।


একবছর আমফান আর পরের বছর ইয়াস। দুইয়ের জোড়া ফলায় জেরবার হয়েছেন দক্ষিণবঙ্গের মানুষ। ভেসেছে ঘরবাড়ি, চাষজমি সবকিছু। তাঁদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতেই সুন্দরবনের বন্যা বিধ্বস্ত এক গ্রামের আদল পাচ্ছে কেষ্টপুরের প্রফুল্ল কাননের পুজো মণ্ডপ। ফুটে উঠবে সুন্দরবনের মানুষের ধ্বংস হয়ে যাওয়া জীবনের চিত্র, সেই দুর্দশার পরিস্থিতি থেকে পরিত্রাণের চিত্র। 



এক পুজো উদ্যোক্তা জানান, 'ইয়াসের পরে আমরা সুন্দরবন অঞ্চলে ত্রাণ দিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে যেরকম দুর্দশা, খারাপ অবস্থা দেখেছি সাধারণ মানুষের, সেটা দেখে তৎক্ষণাৎই আমাদের মাথায় এসেছিল এবারের পুজোয় এটাই আমাদের থিম হবে।'


এই দুই বছরে বারবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ক্রমাগত খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন বলি অভিনেতা সোনু সুদ। অনেকেই তাঁকে 'মসিহা' বলেও আখ্যা দিয়েছেন। এবারের থিমে সোনু সুদকেও শ্রদ্ধা জানাতে ভোলেননি প্রফুল্ল কাননের পুজো উদ্যোক্তারা। ফলে পুজোর থিমে একদিকে যেমন সুন্দরবনের গ্রাম নজরে পড়বে, তেমনই দেখা যাবে নিজের কাজের জন্য সাধারণের মনে জায়গা করে নেওয়া সোনু সুদের ছবিও।


পুজো আসতে আর মাত্র দিন ১৭ বাকি। তার আগে শহর থেকে জেলা সর্বত্রই তুঙ্গে পুজো প্রস্তুতি।


আরও পড়ুন: Durga Puja Preparation: তেলের টিন থেকে গ্যাসের বার্নার, ৬৪ পল্লির 'দামি' মণ্ডপে এবার মূল্যবৃদ্ধির কথা


আরও পড়ুন: Durga Puja 2021 : দেবী দুর্গার দশ হাতে কী কী থাকে, কোন অস্ত্রের কী মাহাত্ম্য