প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা: কয়লাকাণ্ডের তদন্তে ১৪ সেপ্টেম্বর রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ইডি তলব করেছে বলে সংবাদসংস্থা ANI সূত্রে খবর। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, মলয় ঘটক ফোন ধরেননি। তবে আইনমন্ত্রীকে ED’র তলব নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।


কয়লাকাণ্ডে বুধবার ED’র কাছে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছে ইডি। এই প্রেক্ষাপটে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, রাজ্যের আইনমন্ত্রী এবং আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৪ সেপ্টেম্বর, তাঁকে দিল্লিতে ডাকা হয়েছে বলে ANI সূত্রে খবর।  ED সূত্রে দাবি, কয়লাকাণ্ডের তদন্তে ব্যবসায়ী ও সাক্ষীদের বয়ানে মলয় ঘটকের নাম উঠে এসেছে। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, মলয় ঘটক ফোন ধরেননি। তবে বিষয়টি নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা।


তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, অভিষেক এখন বিজেপির মাথাব্যথার কারণ। মলয় ঘটয় ত্রিপুরায় সক্রিয়। যারা সক্রিয়, তাদের প্রতি বিকল্প উপায়ে ভয় দেখাচ্ছে, প্রতিহিংসা চরিথার্থ করছে। আইনি পথে মোকাবিলা করা হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে, ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্ত চালাচ্ছে সিবিআই। অন্যদিকে, কয়লাকাণ্ডে ED’র তৎপরতা ঘিরেও চলছে রাজনৈতিক তরজা।


সিবিআই-এর পর কয়লা পাচারকাণ্ডে তৎপর হয়েছে ইডিও। এই মামলায় সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক তর্জা। ট্যুইট করে বিজেপিকে কটাক্ষ করেছিলেন ডেরেক ও’ব্রায়েন। তাঁর অভিযোগ ছিল, বিরোধীদের হেনস্থার উদ্দেশ্যেই সব মামলার তদন্তভার অনুগত ইডি অধিকর্তার হাতে তুলে দিচ্ছেন। কয়লাকাণ্ডে ইডির তৎপরতা নিয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা রাজ্যের শাসকদলের সমালোচনা করেছিল বিজেপিও। 


আরও পড়ুন- কয়লাকাণ্ডে ইডির তৎপরতা নিয়ে বিজেপিকে কটাক্ষ ডেরেক ও’ব্রায়েন, শমীক ভট্টাচার্যের পাল্টা