মযূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: এবার ইএম বাইপাসের ওপর স্থিত ফ্লাইওভারের স্বাস্থ্যপরীক্ষা।  


কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ই এম বাইপাসের ওপর অম্বেডকর উড়ালপুলের দক্ষিণমুখী রাস্তা।
  
এর জেরে বাইপাসে যানজটের আশঙ্কা থাকছে।  মাঝেরহাটে সেতু বিপর্যয়ের পর ধাপে ধাপে শহরের বিভিন্ন সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার ই এম বাইপাসের ওপর অম্বেডকর সেতুর ভারবহন ক্ষমতার পরীক্ষা হবে।  


রুবি থেকে সায়েন্স সিটি যেতে পড়ে অম্বেডকর উড়ালপুল। সেই উড়ালপুলের দক্ষিণমুখী রাস্তা বন্ধ রেখে ভার বহনের ক্ষমতা পরীক্ষা হবে।  বিকল্প ব্যবস্থা হিসেবে ওই সময় অম্বেডকর সেতুর উত্তরমুখী লেন দিয়ে দ্বিমুখী যান চলাচল করবে।  


উড়ালপুলের রুবি মুখী লেন বন্ধ থাকায় অন্য দিকের লেন দিয়ে দ্বিমুখী যান চলাচল করবে।  মাঝে শনি ও রবিবার পড়ায় যানজটের চাপ কিছুটা কম থাকবে বলে মনে করছে পুলিশ প্রশাসন। তা সত্ত্বেও বাইপাসের মতো ব্যস্ত রাস্তায় উড়ালপুলের একটিমাত্র লেন দিয়ে যান চলাচল করলে, যানজটের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।