কলকাতা: এবার পার্ক হোটেলের ম্যানেজারকে তলব আবগারি বিভাগের। পার্ক হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সি সি ফুটেজ চাইল তারা। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়?সি সি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখতে চাইছে আবগারি বিভাগ।
শুধু তাই নয়, এর পাশাপাশি আবগারি বিভাগ জানতে চাইছে মদ বাইরে থেকে আনা হয়, নাকি হোটেলই তা সরবরাহ করে? হোটেল কর্তৃপক্ষর দাবি, মদ এসেছিল বাইরে থেকে। পার্টিতে মদ ছাড়াও সরবরাহ করা হয়েছিল কি অন্য কোনও মাদক? জানতে চায় আবগারি দফতর।
করোনা-বিধি উড়িয়ে মধ্যরাতে পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টি। বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ। গ্রেফতার ৩৭। বাজেয়াপ্ত করা হয়,মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি। বিদেশি মদের বোতল ও গাঁজা। রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে, পার্ক হোটেলে উদ্দাম পার্টি করার অভিযোগ ঘিরে এখন চরম আলোড়ন। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ জনকে ডেকে পাঠানো হয় লালবাজারে। ওই ১০ জনের মধ্যে ছিলেন হোটেলের ফ্লোর ম্যানেজার, লবি ম্যানেজার, হোটেলের সঙ্গে যুক্ত ডিজে এবং বার ও বেভারেজের দায়িত্বে থাকা ম্যানেজার।
এদিকে ইতিমধ্যেই আবগারি দফতর পার্ক হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হোটেলের ৯টি বার বন্ধ রাখতে হবে। সেখানে মদ সরবরাহ করা যাবে না। যেভাবে করোনা পরিস্থিতি ও কার্যত লকডাউনের সমস্ত নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে পার্ক হোটেলে পার্টির আয়োজনের অভিযোগ উঠেছে, তা দেখে তাজ্জব লালবাজারের কর্তারা। পুলিশ সূত্রে খবর, যে এজেন্সির মাধ্যমে ঘটনার দিন পার্ক হোটেলে ঘর বুক করা হয়েছিল, তাদেরও চিহ্নিত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, লালবাজারের তরফে আবগারি দফতরকে চিঠি দিয়ে ঘটনার দিন পার্ক হোটেলে কী কী অনিয়ম হয়েছে, তা জানানো হয়েছে। তার প্রেক্ষিতেই হোটেলের পানশালা বন্ধ রাখার নির্দেশ দেয় আবগারি দফতর। আর এবার ম্যানেজারকে ডেকে পাঠানো হল আবগারি দফতরের তরফে।