কলকাতা : ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম ( fuel price) । ডিজেলের (Diesel ) দাম একশোর চৌকাঠে। ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম একশোর চৌকাঠে। অগ্নিমূল্য বাজারদরে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। এনিয়ে তৃণমূল-বিজেপির (TNC - BJP) মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে, সিপিএমের কটাক্ষ, কেন্দ্র এবং রাজ্য, দুই সরকারই পেট্রোপণ্যের করের টাকায় কোষাগার ভরছে।
ভারতে সর্বকালীন রেকর্ড
- ভারতে ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা।
- ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা।
- এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম।
- পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা।
- ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা।
- কলকাতায় পেট্রোলের দাম ১১১.৩৫ টাকা
- কলকাতায় ডিদেলের দাম ৯৭.০২ টাকা
রাজনৈতিক তরজা
এই পরিস্থিতিতে নানা রাজনৈতিক মহল থেকে উঠছে সমালোচনা ঝড়। কেন্দ্রীয় সরকারের দিকেই সকলের অভিযোগের তির। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট পর্বের আগে, নভেম্বর থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়া কমা বন্ধ হয়ে যায়। আবার ভোটের ফল বেরনোর পরই, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের লাগাতার বাড়তে শুরু করেছে।
বিজেপির তরফে অবশ্য দাবি করা হচ্ছে, তেলের দামবৃদ্ধির সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। এই দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তাই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পুরো বিষয়টা সরকারের হাতে নেই
অন্যদিকে TMC র রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, ' মানুষের স্বার্থে কাজ করছে না। শুধু মন কি বাত করছে। শোনা যাচ্ছে, দেশের ভাণ্ডারে তেল নেই। দেশের অবস্থা বিপন্ন'
অন্যদিকে সাধারণ মানুষের আশঙ্কা, পেট্রোল ডিজেলের সঙ্গে সঙ্গে বাড়বে পরিবহনের খরচ। সেই সঙ্গে বাড়বে পণ্যের দামও। স্বাভাবিক ভাবেই সবকিছুর দামই এক ধাক্কায় বেড়ে যাবে। যখানে করোনা পরবর্তীকালে আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন সাধারণ মানুষ, সেখানে আবার এ এক বড় ধাক্কা।