হিন্দোল দে, কলকাতা : ভরদুপুরে কলকাতার হরিদেবপুরে রেলিং ভেঙে জলাশয়ে পড়ল গাড়ি। দেড় ঘণ্টার চেষ্টায় জল থেকে গাড়ি তুলে অচৈতন্য অবস্থায় চালককে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ক্রেন দিয়ে জলাশয় থেকে তোলা হয় ওই গাড়ি।আর জল থেকে গাড়ি ডাঙায় তুলতেই, তার ভিতরে চালকের আসনে অচৈতন্য অবস্থায় দেখা গেল এক যুবককে।
গাড়ির কাচ তোলা...,ভিতরে নিথর যুবক।বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার করে ওই ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যায়।
বেহালার বিদ্যাসাগর হাসপাতালে এই যুবককে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, মৃতের নাম, সোনাই ঘোষ।হরিদেবপুর থানার পূর্বপাড়ার বাসিন্দা সোনাই। তিনি গাড়িতে ছিলেন।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হরিদেবপুরের ঢালিপাড়ায়একটি গাড়ি দ্রুতগতিতে এসে রেলিং ভেঙে জলাশয়ে পড়ে যায়।
এরপরই আশপাশ থেকে প্রচুর লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।পুলিশ এসে জলাশয়ে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে।ডুবুরি গাড়ি চিহ্নিত করতেই জলাশয় থেকে গাড়ি তোলার প্রক্রিয়া শুরু হয়।এরপরই ক্রেনে করে তোলা হয় গাড়িটি।
দেখা যায় গাড়িটির ডানদিকের সামনের ও পিছনের চাকা ফাটা রয়েছে। চাকা ফাটার কারণে? নাকি চালক মত্ত অবস্থায় ছিলেন? দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।গাড়িটির ফরেন্সিক পরীক্ষাও করা হবে।